ইলেকশন কমিশনের সর্বদলীয় বৈঠকে ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

0
70

নিউজফ্রন্ট, দিল্লিঃ-

জাতীয় নির্বাচন কমিশন আজ সোমবার দেশের সমস্ত জাতীয় ও রাজ‍্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দিল্লিতে এক মিটিংয়ে বসে। উদ্দেশ্য ছিল নির্বাচন সংক্রান্ত স্বচ্ছতা, নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা।

ছবি সৌজন্যে- দি হিন্দু

আজকের মিটিংয়ে বিজেপি, কংগ্রেস বিএসপি, সিপিআই,সিপিএম, এনসিপি,আপ সহ প্রায় সমস্ত দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা ভোটে ইভিএম মেশিনের স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি উত্তর প্রদেশে জয়লাভের পর মায়াবতীর বিএসপি, আম আদমি পার্টি সহ অনেকেই অভিযোগ তোলে যে বিজেপির জয়লাভের কারণ ইভিএমে কারচুপি।

অনেক বার দেখা গেছে ইভিএম ভুল হতে এবং একটি নির্দিষ্ট দলের দিকে ভোট চলে যেতে বলে মিটিং থেকে বেরিয়ে এসে মন্তব্য করেন কংগ্রেসের মুকুল ওয়াসনিক। তিনি আরও মন্তব্য করেন এই প্রশ্ন করে যে ইভিএম মেশিন গূলো কোথায় সারানো হয়, কতগুলো পুরোনো ইভিএম ব্যবহার হচ্ছে? ভিপ‍্যাড ও ইভিএম মেশিন ভালো ভাবে চেক করার দাবিও তোলেন তিনি বলে এনডিটিভি সূত্রে জানা গেছে।

“আমাদের ইভিএমে কোনো বিশ্বাস নেই” বলে সরাসরি মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের এমপি কল‍্যাণ বন্দোপাধ্যায় ব‍্যালটবক্স ফিরিয়ে আনার দাবি তোলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here