হরষিত সিং, মালদাঃ
গোপন সুত্রে খবর পেয়ে দিল্লী থেকে আসা আপ ফরাক্কা এক্সপ্রেস থেকে চল্লিশটি কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশের গোয়েন্দা শাখা।আটক করা হয়েছে উত্তর প্রদেশের দুই বাসিন্দাকে।কচ্ছপ গুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ।রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আর পি এফ এর গোয়েন্দা শাখার একটি টিম মালদা টাউন স্টেশনে দিল্লী থেকে আসা ফারাক্কা এক্সপ্রেস এর এস থ্রী নাম্বার কোচে হানা দিয়ে দুই জন ব্যক্তিকে আটক করে।
তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটি ব্যাগ,ব্যাগ খুলতেই দেখা যায় চল্লিশটি কচ্ছপ।একেকটি কচ্ছপের ওজন দশ থেকে পঁচিশ কেজির মত।আর পি এফ সূত্রে জানা যায়,ধৃত ব্যক্তিদের নাম রাজু বয়স(২৫) এবং বাবু (৪০)।ধৃত দুই ব্যক্তি উত্তর প্রদেশের সুলতানগঞ্জ জেলার বাসিন্দা।ধৃত ব্যক্তিদের এদিন মালদা জেলা বনদপ্তের হাতে তুলে দেওয়ার পাশাপাশি কচ্ছপগুলোও বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আর.পি.এফ এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ।
আরও পড়ুনঃ নাবালিকাদের অপহরন করে ধর্ষনের অভিযোগে গ্রেফতার তিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584