ভারতের আর্থিক দুরাবস্থার জন্য বিজেপি সরকারকে দোষারোপ প্রাক্তন অর্থমন্ত্রীর

0
27

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বর্তমান ভারতের আর্থিক অবস্থা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেই দুষলেন এরাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দেশের অর্থনীতির এত খারাপ অবস্থা আগে কখনও আসেনি বলেই মন্তব্য করেছেন তিনি। মেদিনীপুরে পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সমিতির ৭৯ তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার কমরেড রাজেন ভট্টাচার্য স্মারক বক্তৃতায় অংশ নিয়েছিলেন অসীমবাবু। সেই স্মারক বক্তৃতা তথা সেমিনারের বিষয় ছিল নয়া উদারনীতির যুগু ভারতের আর্থিক ও সামাজিক ক্ষেত্রে ভগ্নদশা। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী উদারনীতির তীব্র সমালোচনা করেছেন।

নিজস্ব চিত্র

উল্লেখ করা যেতে পারে, মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে শনিবার থেকে দুদিনব্যাপী ডব্লু বি এম ও এ তথা পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তার আগে এদিন শহরে এক পদযাত্রাও অনুষ্ঠিত হয়।

নিজস্ব চিত্র

সেই পদযাত্রায় কিছুদূর পর্যন্ত অংশও নিয়েছিলেন অসীমবাবু। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন সমিতির সাধারন সম্পাদক সুখেন্দু কুণ্ডু, আশীষ সাঁতরা প্রমুখ। শনিবার প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারন সম্পাদক বিজয় শংকর সিনহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here