মনিরুল হক, কোচবিহারঃশেষ পর্যন্ত সিংহ ছেড়ে জোড়া ফুলে গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী।আজ তিনি কলাকাতার তপসিয়ার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক দলবদল পর্বের সামাপ্তি করেন।পরেশ বাবুর হাতে দলীয় পাতাকা তুলে দেন মহাসচিব তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ ও সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
(দলবদল।নিজস্ব চিত্র)
এছাড়াও কোচবিহারের তৃণমূল কংগ্রেসের বেশীর ভাগ বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের টাকায় মেখলিগঞ্জের কোন উন্নয়ন করা হচ্ছে না বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন পরেশ বাবু। এরপর পরেশ বাবুকে ওই বোর্ডের চেয়ারম্যান করে বিজ্ঞপ্তি জারি করা হয়।ওই বিজ্ঞপ্তির পরেই পরেশ বাবু তৃনমূলে যোগ দিয়েছেন বলে খবর চাউর হয়।কিন্তু মেখলিগঞ্জ থানার সামনে ফরওয়ার্ড ব্লকের একটি কর্মসূচিতে যোগ দিয়ে দল ছাড়ার ওই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।তবে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে যোগদান নিয়ে দলীয় সিদ্ধান্তের উপরে ছেড়ে দেন।এরপরে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের কোন রকম পদে যোগ দেওয়া নিয়ে আপত্তি জানায় বলে ওই দল সূত্রে জানা গিয়েছে।ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর বলেন,“উনি দলীয় সিদ্ধান্ত মানতে না চাওয়ায় আজ সকালে রাজ্য কমিটির বৈঠকে দল থেকে বহিষ্কার করা হয়।এতে দলের কোন ক্ষতি হবে বলে আমার মনে হয় না।”তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, “পরেশ বাবু উত্তরবঙ্গের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব,ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন খাদ্য মন্ত্রী।তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।”পরেশ বাবু অবশ্য সাংবাদিক সম্মেলনে বলেন, অসমে এনআরসি ভয়াবহ আকার নিয়েছে।আমরা অসম সংলগ্ন কোচবিহার জেলার মানুষ তা উপলব্ধি করতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে লড়াই করছেন।আমিও তাঁর লড়াইয়ে সামিল হলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584