নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মন (৬৮)। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ব্যাঙ্গালোরের একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়।বাম জমানায় টানা ১৫ বছর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন যোগেশ বাবু।অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রথম দশ বছর বন মন্ত্রী ও পরে পাঁচ বছর অনগ্রসরশ্রেনীর কল্যান দপ্তরে মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।জানা গিয়েছে প্রায় মাস দেড়েক ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন। কোলকাতার পি জি হাসপাতালেও প্রায় মাস খানেক ভর্তি ছিলেন।সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন।
আরও পড়ুনঃ এক দশক অপেক্ষার অবসানে মায়ের কাছে ফিরল ছেলের লাশ
রাজ্য সরকারের তরফে তার চিকিৎসায় সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছিল।লিভার প্রতিস্থাপনের জন্য গত শুক্রবারই তাকে কোলকাতা থেকে ব্যাঙ্গালোরে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে এদিন তার মৃত্যু হয়।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সি পি আই এমের আলিপুরদুয়ার জেলা সম্পাদক মৃনাল রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584