নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে ৮ ও ৯ জানুয়ারি সিপিএমের ডাকা দু দিনের সাধারণ ধর্মঘটে ব্যপক সাড়া মিলেছে দাসপুর ব্লকে।পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় মুশড়ে পড়া সিপিএম নেতা কর্মীদের ভীষণভাবে উজ্জীবিত করেছে প্রথম দিনে আজকের এই ধর্মঘট।আজকের ধর্মঘটে ঘাটাল-পাঁশকুড়া সড়কের উপর যানবাহন বনধের দাবিতে রাস্তায় শুয়ে পড়ে দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা সুনীল অধিকারী। দাসপুর এলাকায় প্রায় কোনো বাসই চলেনি। দোকান বাজারও স্বাভাবিক ছিলনা।এলাকার ব্যঙ্কগুলিও বন্ধ ছিল।সব থেকে বেশি সাড়া মিলেছে দাসপুর গোপীগঞ্জ এলাকায়।সেখানের কর্মীদেরকে এলাকার বিভিন্ন স্কুলের সামনে পিকেটিং করতে দেখা গেছে।এদিনের প্রাপ্য দাসপুর বিধান সভার সিপিএমের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারীর ঘাটাল পাঁশকুড়া সড়কে শুয়ে পড়ে পথ অবরোধ।৭০ ঊর্ধ্ব সুনীল বাবুর এমন মনবলে উদ্বুদ্ধ গোটা রাজ্যের সিপিএম।
আরও পড়ুনঃ বনধে মিশ্র প্রভাব আলিপুরদুয়ারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584