নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দুর্নীতি ইস্যুতে এবার প্রাক্তন তৃণমূল যুব সভাপতিকে শোকজ করলো সংগঠন। আগামী সাত দিনের মধ্যে সঠিক জবাব দিতে হবে কুমারগঞ্জ ব্লকের ওই নেতা অভিষেক গুহকে। সম্প্রতি জেলার তিন প্রাক্তন কার্যকরী সভাপতিকে শোকজ করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা তৃণমূল।
এবার ফের দুর্নীতিতে অভিযুক্ত এক নেতাকে শোকজ করে দলের স্বচ্ছ ভাবমূর্তি সামনে আনতে চাইছে জেলা নেতৃত্ব বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।দলীয় সূত্রে খবর, শুধু দুর্নীতির ইস্যুতেই নয় সরকারের কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে।
ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে এমন সিদ্ধান্তের পথে হাঁটছে দল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বহরমপুরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন
পূর্বে তিন নেতাকে শোকজের ঘটনা সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি ঘোষণা করলেও এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি গোপন রাখা হয়। তবে কি কারণে এমন সিদ্ধান্ত তা জানতে চেয়ে একাধিকবার ফোন করা হলেও কোন উত্তর দেননি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584