নিউজফ্রন্ট প্রকাশিত খবরের জেরে পরীক্ষা হল ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের কোর্সে

0
75

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

at least exanimation is complete | newsfront.co
নিজস্ব চিত্র

নিউজফ্রন্টের খবরের জের।খবরের জেরে পরীক্ষা হলো মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প উৎকর্ষ বাংলার।মাসের পর মাস চলেগেলেও পরীক্ষা নিয়ে সংসয় বেঁধেছিল ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের ভাদুরার দাজেল প্রশিক্ষণ কেন্দ্রের।ফলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সঙ্গে সংশয় তৈরী হয়ে প্রতিষ্ঠান কর্মকর্তা থেকে প্রশিক্ষক প্রশিক্ষিকা সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে।

at least exanimation is complete | newsfront.co
নিজস্ব চিত্র

সেই অবকাশ দুর হলো। নিউজফ্রন্ট প্রথম খবর প্রকাশ করে।খবর প্রকাশের পর ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের সভাপতি কালিপদ প্রমানিক ব্লক প্রতিনিধিদের নিয়ে পরিদর্শনে আসেন।তার এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হয় উৎকর্ষ বাংলার।একটা সময় উৎজিবিত করার প্রবনতা জাগানোর প্রত্যাশা দিয়েছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী।

at least exanimation is complete | newsfront.co
নিজস্ব চিত্র
কাজল পাড়ুই, প্রথম ব্যাচের পরীক্ষার্থী।নিজস্ব চিত্র

সেই উৎকর্ষ বাংলা পরীক্ষা হওয়াই স্বস্তিতে অনেকে।বেকার যুবক যুবতিদের আজ কি হাল হয়েছে মুখ্যমন্ত্রী সাধের প্রকল্পে।বেকাররা একটা সময় মুখ ফেরাচ্ছিলেন ।অবশেষে প্রশিক্ষন শেষ হয়ে পরীক্ষা হওয়াই স্বস্তিতে সবাই।এবার বাকি এককালিন ভাতা সঙ্গে সার্টিফিকেটের।

খোকন মোল্লা,ইনচার্জ দাজেল ট্রেনিং সেন্টার।নিজস্ব চিত্র

২০১৬ সালে রাজ্যর  মুখ্যমন্ত্রী  অনুপ্রেরণায় বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প চালু হয়।যার নাম উৎকর্ষ বাংলা প্রকল্প।পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট (PBSSD)অধীনে ‘উৎকর্ষ বাংলা’ নামক এই প্রকল্প চালু করা হয়।উৎকর্ষ বাংলা প্রকল্প এর অধীনে বেকার যুবক যুবতীদের বিনামূল্যে কর্মপযোগী দক্ষতার প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য সরকার ।

আরও পড়ুনঃ স্কুলে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ শিবির

স্কুলের পড়াশুনো শেষ করে বেকারদের নিখরচায় বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করার জন্য রাজ্য সরকারের দ্বারা এই প্রকল্প চালু করা হয়। এবার উৎকর্ষ বাংলা প্রকল্পের ভবিষৎ নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে দক্ষিন ২৪ পরগনা জেলায়।২০১৯ সালে মার্চ মাসে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকে দাজেল প্রশিক্ষন কেন্দ্রে শুরু হয় উৎকর্ষ বাংলার কর্মসূচি।

প্রথম ব্যাচে ৯০ জন মহিলারা প্রশিক্ষন নিতে আসে।দাজেল প্রশিক্ষন কেন্দ্রে দুধরনের প্রশিক্ষন দেওয়া হয়।মেকাপ আটিস্ট অন্যটি ট্রেলারিং।ট্রেলারিংএর মধ্যে রয়েছে স্টিচ প্রশিক্ষন।এই প্রকল্পের শর্ত তিন মাস বিনা মূল্য পাবে প্রশিক্ষন।

প্রতিদিন দু’ঘন্টা করে হবে প্রশিক্ষকদের প্রশিক্ষন।তিনমাস পর হবে পরীক্ষা।পরীক্ষার শেষে সাটিফিকেট সঙ্গে ৭৮ দিনের প্রত্যকদিন ৫০ টাকা করে মোট দেওয়া হবে ৩৯০০ টাকা। তবে প্রত্যেকের তিন মাসে ৮০ থেকে ৯০ শতাংশ উপস্থিত থাকতে হবে।কিন্তু এই প্রকল্প বাক হয়ে দাঁড়াচ্ছিল বেকারদের কাছে।

আজ তার সমাপ্তির পথে।পরীক্ষার পর উৎজিবিৎ হয় প্রশিক্ষক থেকে শিক্ষার্থীদের মধ্যে।ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত থেকে আসা মেয়েদের মধ্যে আজ অবসান ঘটেছে।

এবার ভবিষ্যৎ গড়ার পালা। তাই সার্টিফিকেট সঙ্গে ৩৯০০ টাকা নিয়ে এগিয়ে যেতে চান অনেকে।দ্বিতীয় ব্যাচে রয়েছে ২৪০  জন ছাত্রী।যদিও খুব শিঘ্রই সমস্ত ব্যবস্থা করার প্রত্যাশা দিয়েছেন দাজেল ইনচার্চ খোকন মোল্লা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here