পৌরহিত্যের পরীক্ষা চতুষ্পাটীতে

0
207

মোহনা বিশ্বাস, হুগলীঃ

চারিদিকে যখন বন্ধ হয়ে যাচ্ছে চতুষ্পাটী। তখন এই চতুষ্পাটীকেই সরকারী আওতায় আনতে এগিয়ে এসেছেন ‘আপামর পূজারী ব্রাহ্মণ কল্যাণ সমিতি’র প্রাণপুরুষ মদনমোহন গোস্বামী। হুগলীর বৈঁচীগ্রামে অবস্থিত এই পৌরহিত্য প্রশিক্ষণ কেন্দ্রটি। এখানে ২০১৬ সাল থেকে পৌরহিত্য প্রশিক্ষণ দেন মদনমোহন বাবু। প্রতিবছরের মতো এবছরও ২৪শে নভেম্বর এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পরীক্ষার বন্দোবস্ত করা হয়। বৈঁচীগ্রামে পৌরহিত্যের পরীক্ষা দিতে আসেন বিভিন্ন জেলার পুরোহিতরা। এদিন প্রায় ৩০০জন পরীক্ষার্থী এই পরীক্ষা দেন।

Examination of the priesthood at Chatushpatti
পরীক্ষার্থী। নিজস্ব চিত্র

মদনমোহন বাবু বলেন, ২০১৭ সালে এই প্রশিক্ষণ কেন্দ্রটির রেজিস্ট্রেশন হলেও সরকারের কাছ থেকে তারা কোনো সাহায্য পান না। এই সংস্থাটিকে সরকারীকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদনও জানিয়েছেন তিনি। শুধু বৈঁচীগ্রাম নয় পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় এই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্ররা আছে। সরকারের সাহায্য পেলে ছাত্রসংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।

পুরোহিতদের যেন সরকারী ভাতা দেওয়া হয় এবং পুরোহিতদের জন্য যাতে সরকারী স্বীকৃত শংসাপত্রের ব্যবস্থা করা হয়, সেই আবেদনই মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন এই পৌরহিত্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কর্মকর্তা মদনমোহন গোস্বামী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here