শ্যামল রায়,বর্ধমানঃ
রবিবার উত্তরপাড়া দোলতলা প্রাঙ্গনে ভদ্রকালী শিল্পী সংঘের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল ও প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবিকা মিতালী রায়।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা.বিকাশ ঘোষ, মূল প্রেরণায় সংঘের অন্যতম কর্ণধার অঞ্জনা দাস, অনুপ দাস, সম্পাদক সুপ্রকাশ চন্দ্র, সভাপতি অলোক মিত্র সাংবাদিক গোঁসাই চন্দ্র দাস ,ইন্দ্রা চন্দ্র ,স্বপন গোস্বামী বিশিষ্ট সমাজসেবী অনন্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভদ্রকালী শিল্পী সংঘের সমস্ত সদস্য সদস্যরা।
উদ্বোধক প্রবীর ঘোষাল এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও বিশিষ্ট সমাজ সেবিকা মিতালী রায় সংক্ষিপ্ত আকারে জানিয়েছেন যে আজ সমাজ যেভাবে বিপথে পরিচালিত হচ্ছে এই ধরনের উদ্যোগ মানুষকে সচেতন বার্তা দিতে পারে বলে তিনি মনে করছেন।
এদিনের রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এছাড়াও এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন উপস্থিত বিশিষ্ট চিকিৎসকরা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দন্ত ডায়াবেটিস এছাড়াও সাধারণ রোগের পরীক্ষা করেন উপস্থিত চিকিৎসকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584