পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

আগামী লোকসভা নির্বাচনে জেলার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে ‘ভোটার ভেরিফাইয়াবেল পেপার অডিট ট্রায়েল’ বা ভিভি প্যাট মেশিন।ওই ভিভি প্যাড মেশিনের মাধ্যমে ভোট যাচাইয়ের ব্যবস্থা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।আর তাই জেলার শাসক দফতর সহ জেলার সমস্ত বিডিও অফিসের সামনে এখন থেকে এধরনের একটি মেশিন রাখা হয়েছে।
যে কেউ এসে মেশিনটি হাতে কলমে পরীক্ষা করে যেতে পারবেন।এধরনের মেশিন প্রতিটি মহকুমা ও ব্লক অফিস চত্বরে রাখা হয়েছে। ভোটাররা ইভিএমের মাধ্যমে যে যেখানে ভোট দিলেন সেখানে সেই ভোট পড়ল কিনা,তা সাত সেকেন্ডের জন্য ভিভি প্যাটের মাধ্যমে ভোটাররা তা দেখতে পাবেন।উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান,ভিভি প্যাট মেশিন জেলার সর্বত্র রাখা হয়েছে।যে কেউ চাইলে এসে ইভি এমে ভোট দিয়ে ভিভি প্যাডে তা দেখতে পারবেন।

উল্লেখ্য, গত সোমবার এরাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন।
আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্যে ভোট দেবেন প্রায় সাত কোটি ভোটার।কমিশনের তরফে প্রকাশিত চূড়ান্ত তালিকায় এরাজ্যে মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন। এর মধ্যে কোচবিহার জেলায় মোট ভোটারের সংখ্যা ২২ লক্ষ ৫১ হাজার ২৫৫ জন।গতবারের ভোটারের থেকে এবছর কোচবিহার জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে ৪৯১০৯ জন।এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৬৯ হাজার ৩৭১ জন।মহিলা ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৮১ হাজার ৮৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাতে ভোটারদের নাম, সিরিয়াল নম্বর, বিধানসভা ক্ষেত্র ও নির্বাচনী কেন্দ্রের নাম রয়েছে কি না তা খতিয়ে দেখে নিতে কমিশনের টোল ফ্রি নম্বর ১৯৫০ ফোন করে ওই তথ্য জানা যেতে পারে।
সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও প্রকাশিত হয়েছে সংশধিত ভোটার তালিকা। এবার উত্তর দিনাজপুর জেলায় যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় উত্তর দিনাজপুর জেলায় নতুন সংশোধিত ভোটার তালিকায় জেলায় যত ভোটার বেড়েছে তাতে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মহিলা ভোটার।
এবার সংশোধিত ভোটার তালিকায় মোট ৬৩ হাজার ২৬৪ জন ভোটার বেড়েছে।যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।নতুন মহিলা ভোটার বেড়েছে ৩৩ হাজার ৫৪ জন।অপরদিকে জেলায় পুরুষ ভোটার বেড়েছে ৩০ হাজার ২০০ জন।অর্থাৎ মহিলা ভোটার বেড়েছে ২৮৫৪ জন।এছাড়াও উত্তর দিনাজপুর জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ১০ জন।সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটারের বর্তমান সংখ্যা ১৯ লক্ষ ৯১ হাজার ৩০৩ জন। জানা যায় বিগত ২০১৭ সালে উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৩৯ জন।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় ভিভি প্যাড মেশিন সম্পর্কিত বিশেষ কর্মশালার আয়োজন
অন্যদিকে তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা ছিল ৪২ জন।এবারে তা বেড়ে ৫২ হয়েছে বলে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায়।উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায় উত্তর দিনাজপুর জেলায় ২০১৮ সালে মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৯১ হাজার ৩০৩ জন ভোটার হলেও আগামী পঞ্চায়েত নির্বাচনে সবাই ভোট দিতে পারবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584