সরকারি নির্দেশ উপেক্ষা করে বর্ধিত ভাড়া ফেরিঘাটে

0
62

শ্যামল রায়,কাটোয়াঃ

কাটোয়ার ভাগীরথীর শাখাই ফেরিঘাটে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছেন যাত্রী সাধারণ। অভিযোগ যে যাত্রী পারাপারের জন্য যা ভাড়া ছিল এখন দ্বিগুণ নেওয়া হচ্ছে বলে অভিযোগ।অথচ কেতুগ্রাম২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ফেরিঘাটের নির্দিষ্ট ভাড়ার তালিকা দেওয়া হলেও ইজারাদার মানছেন না বলে অভিযোগ উঠেছে।
কয়েকদিন আগে কাটোয়া মহকুমা বিপর্যয় বাহিনীর আধিকারিক বামদেব সরখেল শাখাই ফেরি ঘাট পরিদর্শন করেছেন।বেশি ভাড়া নেওয়া হচ্ছে বিষয়টি জেনেছেন যাত্রীদের কাছ থেকে।কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল জানিয়েছেন যে, বিডিওর কাছে বিষয়টি নিয়ে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে ওই ইজারাদারের বিরুদ্ধে।
পঞ্চায়েত সমিতির  তরফ থেকে ইজারাদারকে একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা দিয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে যে যাত্রীদের কাছ থেকে এক টাকা ভাড়া আর  মটরবাইকের কাছ থেকে ৫ টাকা ভাড়া নেওয়ার কথা।
কিন্তু এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন মটরবাইক সহযাত্রীদের কাছ থেকে দশ টাকা এবং সাধারণ যাত্রীদের কাছ থেকে দু টাকা ভাড়া নেওয়ার অভিযোগ।টোটো ও ভ‍্যান পারাপারে ৩০ টাকা নেওয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে ৫০ থেকে ৬০।তাই অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম কাটোয়ার শাখাই ফেরিঘাটে।
এই ব্যাপারে ইজারাদার মধু মন্ডল জানিয়েছে যে অন্যান্য ঘাটে ওই একই হারে ভাড়া নেওয়া হচ্ছে।তাই আমিও এই ঘাটে ওই ভাড়াই নিচ্ছি। প্রতিদিন আমাকে দুই হাজার টাকা করে দিতে হয়।
তবে এখন থেকে আমি নির্দিষ্ট ভাড়ার তালিকা ঘাটে টানিয়ে দেবো সেইভাবেই ভাড়া নেওয়া হবে জানিয়ে দিয়েছেন তিনি।
তবে ইজারাদার তরফ থেকে বলা হয়েছে যে যাত্রীদের কাছে অতিরিক্ত মালপত্র বহনের জন্য কোন ভাড়া নেওয়া হয় না। তবুও এই ধরনের অভিযোগ মাঝেমধ্যেই উঠছে তবে বিষয়টি আমরা দেখছি।

আরও পড়ুনঃ আবিরে বাজনায় মন্তেশ্বরে পঞ্চায়েত বোর্ড গঠন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here