নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গোপন সূত্রে খবর পেয়ে প্রায় দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রাম সরিষা গ্রামে।
জানা যায়, বেলদা থানার রাম সরিষা গ্রামে গুণধর হেমরম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই চোলাই কারবার করে আসছেন।আজ গোপন সূত্রে খবর পেয়ে দুপুর নাগাদ গুণধর হেমরমের বাড়িতে হানা দেয় বেলদা আবগারি দফতর ।বেলদা আবগারি দপ্তর সূত্রে খবর বাড়ির আশেপাশের চারিদিকে মাটিতে পোতা ছিল চারটি ড্রাম ভর্তি চোলাই মদ ।যার প্রত্যেকটিতে প্রায় ৫০০ লিটার করে চোলাই মদ রয়েছে। মোট দুই হাজার লিটার চোলাই মদ তারা উদ্ধার করে এবং সেগুলিকে মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয়।
তবে আফগারি দপ্তরের হানার আঁচ পেয়ে আগে থেকেই বাড়ি ছাড়েন অভিযুক্ত গুণধর হেমরম। সেই সঙ্গে পরিবারের সকলে গা ঢাকা দেয় ।তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এলাকাবাসী সূর্যকান্ত দাস জানায় যে,’ আমরা কাজের সুত্রে বাইরে ছিলাম ,হঠাৎ করে এসে দেখি পুলিশ এসে পৌঁছেছে এলাকায়।খোঁজ নিয়ে জানতে পারি আমাদের এলাকায় গুণধর হেমরমের বাড়িতে চোলাই মদের ঠেকে হানা দিয়েছে আবগারি দপ্তর।’
আরও পড়ুনঃ নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার আরএসপির
সংকীর্ণ রাস্তার জন্য আমরা ওদের বাড়ির কাছ দিয়ে যাতায়াত করি না । তবে শুনেছিলাম ওই ধরনের কারবার দীর্ঘদিন ধরে ও করত। আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তা উদ্ধার করে ও মাটিতে ফেলে নষ্ট করে দেয়। আমরা দীর্ঘদিন ধরে চাইতাম গ্রামে যাতে কোনো ধরনের নেশার আড়ত না গজিয়ে ওঠে,পুলিশের ও আবগারি দফতরের এই তৎপরতাকে আমরা এলাকাবাসীরা সমর্থন করছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584