শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দুই দিন ধরে হাসপাতালে জল না থাকায় ভুক্তভুগী হাসপাতালের রোগীও তার পরিবার।
জানা যায়, গতকাল রবিবার থেকে বালুরঘাট হাসপাতালের পুরনো ভবনেই বন্ধ জল সরবরাহ বন্ধ হয়ে যায়। দুইদিন ধরে প্রচন্ড গরমে কষ্টে রোগী থেকে রোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
জলের জন্য বন্ধ ডায়ালেসিস পরিষেবা। জলের জন্য হাসপাতালের রোগীর আত্মীয়রা ওয়ার্ডের বাইরে থেকে জল নিয়ে রোগীকে সরবরাহ করতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ।
তবে হাসপাতালে পিএইচইর তরফ থেকে জল সরবরাহ করা হয়। রোগী পরিবার অনেকেই বাইরে থেকে পানীয় জল ক্রয় করে নিয়ে আসছেন।
অনেকেই বালুরঘাট পৌরসভার জলের ট্যাংকার থেকে পানীয় জল নিয়ে যাচ্ছে তাদের এবং রোগীর তৃষ্ণা মেটাতে।
আরও পড়ুনঃ অচেনা গরমে অস্বস্তি আলিপুরদুয়ারে
জল নিয়ে হাসপাতালের অতিরক্ত সুপার জানান, পিএইচইর একটি পাইপ ফেটে যাওয়ায় বন্ধ জল সরবরাহ। আগামী কাল থেকে স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584