নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অন্য জেলায় কর্মরত পুলিশ কর্মী এবং আফগারি দফতরের কর্মীরা ছুটিতে রায়গঞ্জে ফিরেছিলেন। অভিযোগ ওঠে, বাড়ি ফেরার পর তাঁরা কেউই কোয়ারান্টিন সেন্টারে যেতে চাননি। খবর পেয়েই তৎপর হয় পুলিশ। এ পর্যন্ত মোট ১০ জন পুলিশ ও আফগারি কর্মীকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
এবিষয়ে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ হোক কিংবা সরকারি দফতরের মানুষজন। যে কেউই এই মারণ ভাইরাসের বাহক হতে পারেন।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে ১০০০
তাই বাইরে থেকে আসা সবাইকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি পুলিশ ও আফগারি দফতরের কর্মীরাও। সরকারি নির্দেশিকা মেনেই কোয়ারান্টিন সেন্টারে থাকতে হবে তাঁদের ।চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে, তবেই তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584