সুদীপ পাল,বর্ধমানঃ
পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রুগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি এতটাই অনমনীয় হয়ে যাচ্ছিল যে শেষমেশ কাঁকসা থানার পুলিশ এসে তা সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁকসা কলোনি এলাকার এক যুবক গত সাত দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। যুবকের পরিবারের অভিযোগ, হাসপাতলে কোন রকম চিকিৎসা হচ্ছে না। এমনকি যে খাবার দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত নিম্ন। সকালে ডাক্তার দুর্গেশ চক্রবর্তীকে রক্ত পরীক্ষার রিপোর্ট এনে দেখাতে গেলে তিনি রোগীর পরিবারের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
একই সাথে স্বাস্থ্যকেন্দ্রের রাস্তায় পড়ে থাকা এক অসুস্থ পথচারীকে এলাকার কয়েকজন যুবক হাসপাতালে নিয়ে গেলে তাকে কোনরকম চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। উল্টে মাতাল বলে তাকে বের করে দেওয়া হয় অভিযোগ। চিকিৎসক দুর্গেশবাবু নাকি বলেন, এটি ধর্মশালা নয় এটি হাসপাতাল। গোটা ঘটনায় সবাই অভিযুক্ত চিকিৎসক এর দিকেই আঙুল তুলছেন। এলাকাবাসীর অভিযোগ, এই প্রথম নয় এর আগেও বারবার তিনি এই ধরনের অভদ্র আচরণ করেছেন। সংবাদমাধ্যমের সামনে দুর্গেশবাবু কোনো মন্তব্য করতে চাননি।স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ রথীন মুখার্জি বলেন, গোটা ঘটনা তিনি জানতে পেরেছেন তিনি খোঁজ নিয়ে দেখবেন কি ঘটেছিলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584