দুর্গাপুজো ঘিরে উদ্দীপনা চোপড়ায়

0
91

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

লক্ষ্মীপুজোর পর ফের দুর্গোৎসবে মেতে উঠলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দারা। অষ্টমীর দুর্গা নামে পরিচিত এই দুর্গাপুজোকে ঘিরেই এলাকার বাসিন্দাদের আনন্দ উৎসব।

excitation surrounded Durga puja  | newsfront.co
নিজস্ব চিত্র

চোপড়ার মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের নন্দকিশোরগছ গ্রামে আজ থেকে চারদিন ধরে চলবে দুর্গাপুজো আর তার সাথে মেলা। এলাকার হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক সম্প্রীতির মিলনমেলা হয়ে উঠবে নন্দকিশোরগছ গ্রাম।

excitation surrounded Durga puja 2 | newsfront.co
আয়োজক। নিজস্ব চিত্র

পুজোকে কেন্দ্র করে প্রাচীন জহড়া মেলা পূজার উদ্দীপনাকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। পুজো ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং হাজার হাজার দর্শনার্থীদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতি।

উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নন্দ কিশোর গছ এলাকার এই অষ্টমীর দুর্গা পূজা এবার ১৩২ বছরে পা দিল। শতাব্দী প্রাচীন পুজোতে এখনো প্রাচীন রীতি মেনেই চলে এই পুজো। একচালার দুর্গাপ্রতিমায় এখানে স্থান পেয়েছে নারায়ন, শিব ও কামদেব দেবতা সহ ২৮ টি দেবদেবীর মূর্তি।

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন জানান, এ বিষয়ে পঞ্চায়েত সমিতির থেকে সহযোগিতা করা হয়। সব ধর্মের মানুষ উপস্থিত হন এখানে। কয়েক লক্ষ লোকের সমাগমে যাতে দর্শনার্থীদের জন্য কোনও সমস্যা না হয় সে বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ব হস্ত পরিচ্ছন্নতা দিবস উদযাপন

বিহার বাংলার পাশাপাশি বাংলাদেশ থেকে হাজারও মানুষের ভিড়ে রীতিমতো জমে ওঠে এই জহড়া মেলা। সেখানে উপস্থিত হন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষও। আর তাই এই মেলা হয়ে উঠেছে এক সম্প্রীতির মেলা।শারদীয়া দুর্গাপূজা শেষ হবার আটদিনের মাথায় এই পূজা শুরু হয় বলে একে অষ্টমী দুর্গা পূজা হিসেবেও অনেকেই অভিহিত করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here