নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
১৯শে জানুয়ারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা ব্যানার্জীর সভা যদি দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্বের কাছে ফাইনাল ম্যাচ হয় তাহলে ১২ই জানুয়ারি বালুরঘাটে ফিরহাদ হাকিম-এর সভা যেন তৃণমূলের জেলা নেতৃত্বের কাছে সেমিফাইনাল ম্যাচ।আগামী ১৯শে জানুয়ারি বিগ্রেডে মমতা ব্যানার্জীর জনসভার প্রচারের জন্য ১২ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। শুধু জেলা সফরে আসায় শুধু নয় তৃণমূলের দলীয় সূত্রে খবর ১২ই জানুয়ারি বালুরঘাটে শহরে সভাও করবেন মহানাগরিক ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম-এর এই জেলা সফরের পূর্বে ফিরহাদ হাকিমকে স্বাগত জানাতে গঙ্গারামপুর শহরকে স্বাগতবার্তার ফ্লেক্সে মুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব।শুধু তাই নয় ফিরহাদ হাকিমের বালুরঘাটের প্রচার সভাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করেছে তৃণমূলের জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। এও জানা গেছে যে যেহেতু দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পাওয়ার পর ফিরহাদ হাকিমের দক্ষিণ দিনাজপুর জেলায় এটাই প্রথম আগমন তাই ঐ দিন ফিরহাদ হাকিমকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনাও দেওয়া হবে। ১৯শে জানুয়ারির তৃণমূলের ব্রিগেড সভায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ১ লক্ষ মানুষকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যেই কোমড় বেধে মাঠে নেমেছে তৃণমূলের জেলা থেকে শুরু করে ব্লক এবং বুথ নেতৃত্ব।প্রচারে পিছিয়ে নেই তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদও। ব্রিগেডের সভা সফল করতে ইতিমধ্যেই জেলায় প্রচার সেরে গেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য।১৯ শে জানুয়ারির সভাকে সফল করতে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অতনু রায়-এর নেতৃত্বে ইতিমধ্যেই তৃণমূলের ছাত্র সংগঠন জেলায় ৩৮টি প্রচার সভা এবং ৪টি মিছিল সংগঠিত করেছে। তৃণমূল ছাত্র পরিষদ-এর জেলা সভাপতি অতনু রায় এদিন বলেন জেলায় ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গিয়েছে ১৯শে জানুয়ারির ব্রিগেডের সভায় যাওয়ার জন্য। অপরদিকে ফিরহাদ হাকিম-এর দক্ষিণ দিনাজপুর জেলা সফর তথা বালুরঘাটে সভা করা প্রসঙ্গে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি বিপ্লব মিত্র এদিন বলেন দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এক লক্ষ মানুষের ব্রিগেড প্যারেডের যাওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা ফিরহাদ হাকিম আসাতে আরও বেশী গতি পাবে এবং প্রচুর সংখ্যক মানুষ সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কোলকাতায় উপস্থিত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বালুরঘাট পৌরসভার তৃণমূল পরিচালিত বিদায়ী পৌরবোর্ডের একাধিক তৃণমূল কাউন্সিলারদের বিরুদ্ধে সম্প্রতি উঠা দূর্ণীতির অভিযোগ সহ বালুরঘাট শহরে বাড়ী বাড়ী পানীয় জল পৌছে দেওয়ার প্রকল্প বাস্তব রুপ না পাওয়ায় ক্ষুব্ধ শহরবাসীকে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের বক্তব্য কতখানি ভরসা জোগাবে সেটা সময়ই বলবে।
আরও পড়ুনঃ বৈঠকের আগেই গুরুতর জখম মেয়র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584