নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গেই সাড়ে তিনশো বছরের ঐতিহ্য মেনে বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী মেতে উঠল কার্তিক পুজোর আনন্দে।
‘কালী-কার্তিকের দেশ’ বলে পরিচিত সোনামুখীতে ছোট বড় মিলিয়ে অসংখ্য কার্তিক পুজো হয়। কিন্ত তার মধ্যে প্রশাসন অনুমোদিত পুজোর সংখ্যা প্রায় ৪০ টি ।
এখানকার প্রাচীনতম কার্তিক পুজো গুলির মধ্যে অন্যতম বড় কার্তিক ,মাইতো কার্তিক ,মহিষগোঠ কার্তিক,
গুঁইপাড়া কার্তিক, বকুলতলা কার্তিক, লালবাজার কার্তিক, নীলবাড়ি কার্তিক, লোহারপাড়া কার্তিক, রুদ্রপাড়া কার্তিক, শিখা কার্তিক, নিমতলা কার্তিক, পালপাড়া কার্তিক, ঘুরুনি কার্তিক। এর পাশাপাশি রয়েছে ডেঙ্গো কার্তিক, শিশু কার্তিক, নবযুবক কার্তিক,কদমতলা কার্তিক,তেমাথা কার্তিক।
সোনামুখীতে এই কার্তিক পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানে টানা পাঁচ দিন ধরে পূজা হয়ে থাকে। বিভিন্ন পূজাকমিটি গুলো এই পাঁচ দিনের পূজাতে তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বস্ত্র দান,রক্ত দান,নরনারায়ন সেবা,আরো বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে,,
তারপর শোভাযাত্রা সহকারে দেবমূর্তিদের চৌমাথায় নিয়ে আসা হয় ।
বহু মানুষ ঐ দিন রাতে আতসবাজির সমাহার দেখার জন্য চৌমাথায় ভিড় করে থাকেন।সোনামুখীর কার্তিক ভাষান বাঁকুড়া জেলায় বিখ্যাত ।
সোনামুখী ছাড়াও আশে পাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ এসে ভিড় জমান । পরদিন নিয়ম মেনেই দেবমূর্তির নিরঞ্জন দেওয়া হয়।
আরও পড়ুনঃ কার্তিক লড়ায়ে থিমের লড়াই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584