মনিরুল হক,কোচবিহারঃ

গোটা দেশের সাথে কোচবিহারে শুরু হয়েছে হোলি উৎসব।বাংলার দোলকে ঘিরে সর্বত্র বসন্ত উৎসবের আয়োজন কোচবিহারে।বৃহস্পতিবার কোচবিহার জেলা জুড়ে নতুন রঙে রাঙ্গা হয়ে দোল উৎসবে মাতল কচিকাচা থেকে সাধারণ মানুষ।

সকাল থেকেই পদযাত্রা নৃত্য সঙ্গীত প্রভৃতির মধ্য দিয়ে বসন্ত উৎসবের আয়োজন হয়।বাহারি বসন্তের উদ্যোগে কোচবিহার এম জে এন স্টেডিয়ামে, এনএন পার্কে মোহনার উদ্যোগে, গুড়িয়াহাটি ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠান হয় ক্লাব প্রাঙ্গনে,গুডমর্নিং টিমের উদ্যোগে কোচবিহার রাজবাড়ী উদ্যানে,সাগরদীঘি পাড় মুক্তমঞ্চে সৃজনীর উদ্যোগে আয়োজন হয় বসন্ত উৎসবের।এছাড়াও দিনহাটা, তুফানগঞ্জ,মাথাভাঙ্গায় বসন্ত উৎসব আয়োজিত হয়।

আরও পড়ুনঃ মহামিলনের রঙিন উৎসবে উদযাপিত কালিয়াগঞ্জের বসন্ত উৎসব

এদিনের এই অনুষ্ঠান গুলিকে ঘিরে কচিকাঁচা তরুন তরুনীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা যায়।রঙ বেরঙের আবিরে রাঙ্গা হয়ে সঙ্গীত নৃত্য ও চিত্রাঙ্কনে ক্যানভাস তৈরি হয় উৎসব অঙ্গনে।চলে আবির খেলাও।

এদিন দিনহাটায় ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের উদ্যোগে শহরের সংহতি ময়দান সহ বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব আয়োজিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584