পর্যটন উৎসব ঘিরে উদ্দীপনা কালনায়

0
105

শ্যামল রায়, কালনাঃ

বুধবার কালনা পর্যটন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ।

নিজস্ব চিত্র

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় উদ্বোধনকালে জানিয়ে দেন যে উৎসবের মধ্যে দিয়ে প্রচার অভিযান সফল হয় তেমনি তার গুরুত্বটা বেড়ে যায় অনেকটা। কালনা শহর জুড়ে রয়েছে অসংখ্য পুরাতত্ত্ব বিষয়ক নিদর্শন। আমাদের সরকার চাইছে পর্যটন শিল্পকে আরো গুরুত্ব সহকারে সকলের কাছে পৌঁছে দেওয়ার। তার জন্য কালনায় শুরু হয়েছে পর্যটন উৎসব। আমার তরফ থেকেও সমস্ত রকম সহযোগিতা থাকবে। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে আমরা ইতিমধ্যে কালনা মহকুমা জুড়ে ট্যুরিজম সার্কিট গড়ার উদ্যোগ গ্রহণ করেছি। এরপরে আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের কাছে পাঠানো হয়েছে আর্থিক বিষয়টি অনুমোদন হলেই কাজ শুরু হয়ে যাবে। শুধু কালনা মন্দিরময় শহর নয় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মন্তেশ্বর পূর্বস্থলী বিদ্যানগর সহ প্রভৃতি এলাকায় রয়েছে পুরাতত্ত্ব ঐতিহাসিক নিদর্শন। সংস্কারসহ সার্কিট ট্যুরিজম করা হবে। এই ধরনের পর্যটন উৎসব এর গুরুত্ব অপরিসীম এবং মানুষের কাছে পৌঁছানোর বড় মাধ্যম হচ্ছে উৎসব।

নিজস্ব চিত্র

মন্দির ময় কালনা শহরকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে শুরু হয়েছিল কালনা পর্যটন উৎসব। পর্যটন উৎসবের একটাই উদ্দেশ্য হল কালনা শহরে অসংখ্য পুরাতত্ত্ব বিষয়ক নিদর্শন এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের উদ্যোগ। এই উৎসব ঘিরে ইতিমধ্যেই প্রবল উৎসাহ উদ্দীপনা এলাকার মানুষের কাছে।

নিজস্ব চিত্র

পর্যটন উৎসবকে কিভাবে সফল করা যায় তার জন্য তিনি এলাকার রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের সাথেও একাধিকবার কথা বলেছেন। প্রতিবছর পর্যটন উৎসবে পর্যটনমন্ত্রী উপস্থিত থাকেন এবং রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ নিজেও উৎসবকে সফল করার জন্য মূলত কালনা শহরের ঐতিহাসিক নিদর্শনকে তুলে ধরবার জন্য এই উদ্যোগের পাশে এসে দাঁড়ান। এবছরেও অনেকেই দাঁড়াচ্ছেন এবং দাঁড়াবেন জানিয়েছেন উদ্যোক্তা বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।

নিজস্ব চিত্র

ইতিমধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই পর্যটন উৎসবের আনুষ্ঠানিক সূচনা শুরু হয়ে গেছে। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল আদিবাসীদের নাচ এবং প্রতিযোগিতা। আগামী ১২ জানুয়ারি পর্যটন উৎসবের সমাপ্তি দিন।  বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে পর্যটন উৎসবের প্রচার অভিযান কয়েকদিন আগেই শুরু হয়েছে।

কালনার পর্যটনকে তুলে ধরতে এই ধরনের উৎসব। কালনা শহরের রাজবাড়ী প্রাঙ্গণে পর্যটন উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের অন্যতম মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও এই পর্যটন উৎসবে বহু নামিদামি সঙ্গীতজ্ঞ উপস্থিত থাকবেন এবং নাচ-গান অনুষ্ঠিত হবে।
বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু আরো জানিয়েছেন যে পর্যটন উৎসব চলাকালীন প্রতিদিন চলচ্চিত্র ও টলিউডের তারকারা উপস্থিত থাকবেন। পর্যটকদের পরিদর্শন করানো এবং থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকবে উৎসবের দিনগুলিতে। ইতিমধ্যে এই পর্যটন উৎসবকে এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি বাইক মিছিল সম্পন্ন করে ফেলেছেন। এর আগে পুরি গ্যাংটক সুন্দরবন সহ বিভিন্ন জায়গার মন্দিরে কালনা শহরকে তুলে ধরবার জন্য তিনি প্রচার অভিযান চালিয়েছেন। এবারেও বীরভূম, নদীয়া, ঝাড়খন্ডে পর্যটন উৎসবের কথা প্রচার করা হয়েছে বলে জানা গিয়েছে।

কচিকাঁচারা পর্যটন উৎসবের প্রাক্কালে বিভিন্ন ধরনের ছবি এঁকে পর্যটন উৎসবকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পর্যটন উৎসবে শামিল হয়েছিলেন রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার অনুষ্ঠিত হলো। ইতিমধ্যে পর্যটন উৎসবকে ঘিরে কালনায় বিভিন্ন জায়গায় তরুণ তৈরি করা হয়েছে এবং প্রচার অভিযান জোরকদমে চলছে। পর্যটন উৎসবকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here