নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে টুসু পূজাকে নিয়ে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায় সকল বাঙ্গালীর মধ্যে। মূলত মাহাতো কর্মী সম্প্রদায়ের মধ্যে টুসু পূজা প্রচলিত, এর পাশাপাশি এই সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে মেতে ওঠেন।
বছরের পৌষ সংক্রান্তি তিথি ধরেই এই পুজো প্রচলিত আছে। কিন্তু বর্তমান যুগে ধীরে ধীরে হারাতে বসেছে এইসব সংস্কৃতি, তবে গ্রামগঞ্জে ছোট ছোট শিশুদের মধ্যে এই পুজোকে নিয়ে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
তাই আগামী মঙ্গলবার এই টুসু পুজোর আগে ছোট্ট ছোট্ট শিশুরা ঠাকুরকে কোলে নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বাজার এলাকায় প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আর্থিক ত্রাণ সামগ্রী গ্রহণ করছে, তেমনই এক ছবি ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায়। আর এই নিয়ে যথেষ্ট খুশি হয়েছে এলাকার মানুষ থেকে সমস্ত দোকানদাররা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584