এক্সক্লুসিভ ইন্টারভিউঃ মূকাভিনয়ের আর এক নাম সুশান্ত দাস

0
101

শুভশ্রী মৈত্র

মঞ্চে অভিনয় বা থিয়েটার জগতের একটি বিশেষ ধারা হল মূকাভিনয়। কলকাতারই এক মূকাভিনয় শিল্পী সুশান্ত দাস। সুশান্তর মূকাভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট আছে যা তাঁকে একটু ভিন্ন ধারার শিল্পী হিসেবে চিনিয়ে দেয়। প্রথমত তাঁর কোন দল নেই অর্থাৎ তিনি একক অভিনেতা মঞ্চে। তাঁর আরও একটি বিশেষত্ব হল বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেখানকার স্কুলের বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপের মাধ্যমে তাদের মূকাভিনয় শেখান এবং নাটক মঞ্চস্থ করেন।

Sushant Das
সুশান্ত দাস, মূকাভিনয় শিল্পী

শুধু দেশে নয় বিদেশেও বেশ কয়েকবার মূকাভিনয় সূত্রে গিয়েছেন তিনি। আর সব থেকে উল্লেখযোগ্য হল, অভিনেতা সুশান্ত দাসের নাটকে সব সময়ই উঠে আসে সাম্প্রতিক ‘সোশিও পলিটিক্যাল’ ইস্যুগুলি।

Sushant Das

সরাসরি শিল্পীর মুখ থেকে তাঁর অভিনয় সম্পর্কে জানতে নিউজ ফ্রন্ট-এর প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন সুশান্তর সঙ্গে কথা বলতে। এখানে রইল সেই আলাপচারিতার কিছু অংশ।

নিউজ ফ্রন্টঃ মূকাভিনয়ে আগ্রহ জন্মালো কি করে?

সুশান্ত দাসঃ মূকাভিনয়ে আগ্রহ তৈরি হওয়া মূলত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটকের ডিপ্লোমা কোর্স করতে গিয়ে। সেখানে একটা ছোট অংশ ছিল মাইম। এই সময়ে আসে ঘূর্ণিঝড় আয়লা। আয়লা নিয়ে কাজ করতে শুরু করি তখন যেতে হয় সুন্দরবন অঞ্চলে প্রত্যন্ত গ্রামে। সে সময় অনুভব করি মাইম করা প্রয়োজন আছে, তখন বুঝলাম্ মাইমের একটা নিজস্ব ভাষা আছে যেটা ইউনিভার্সাল ভাষা। এই করতে করতেই ২০১৪ সালে লন্ডনে যাই চার্লস ওয়ালেস স্কলারশিপ নিয়ে, ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভাল অ্যাটেন্ড করি। সেই অভিজ্ঞতা নিজের কাজে লাগানোর চেষ্টা করি।

নিউজ ফ্রন্টঃ তোমার একটা কাজের কথা শুনেছি, জেলবন্দীদের নিয়ে । সেই অভিজ্ঞতা যদি আমাদের একটু বল।

সুশান্ত দাসঃ হ্যাঁ, রাজস্থানের একটা জেলে গিয়ে বন্দীদের নিয়ে কাজ করেছি। ২০১৯-এ করেছিলাম রবীন্দ্রনাথের ‘তোতা কাহিনী’, ২০২০-তে ‘গাঁও ছোরাব নেহি’ , এটি ল্যান্ড একুইজিশনের ওপরে, আর এই বছর করেছিলাম ক্লাইমেট চেঞ্জ এর ওপরে।

নিউজ ফ্রন্টঃ তোমার কাজের অনুপ্রেরণা বলতে কে আছেন?

সুশান্ত দাসঃ আমার অনুপ্রেরণা বলতে একমাত্র আমার মা। আমি যখন চাকরি ছেড়ে অভিনয় করবো ঠিক করি তখনো আমার মা পাশে ছিলেন। আজো আমার মা-ই উৎসাহ দেন নাটক চালিয়ে যেতে।

এছাড়াও সুশান্তর সঙ্গে আরো অনেক কথা হল, জানা গেল অনেক অভিজ্ঞতার কথা। সম্পূর্ণ ইন্টারভিউ-এর ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here