নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের তিনটি জেলায় চলছে নানান অনুষ্ঠান ও প্রদর্শনী মেলা। সেই লক্ষ্যেই শুক্রবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে মহা ধুমধামের সাথে উদ্বোধন হলো প্রদর্শনী মেলা। যেখানে স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের নানান কার্যকলাপ সহ মনীষীদের জীবনীকে তুলে ধরা হয়েছে।
এই দিন বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন হয়। এই দিন এই প্রদর্শনী মেলা উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল , জেলা পরিষদের কার্যকারী সভাপতি তথা তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।
আরও পড়ুনঃএকাধিক দাবি নিয়ে হুগলী জেলা শিক্ষা দফতরে ডেপুটেশন জমা গৃহশিক্ষকদের
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ছিলেন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584