ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উন্মাদনায় রাত জাগলো কালিয়াগঞ্জ

0
139

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃশুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ইয়ং এথেলেটিক ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাই বেকারে প্রাইভেট টিউটর্স একাদশ মেইন ইন ব্লু ফাউন্ডেশনকে হারিয়ে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।ইয়ং এথলেটিক ক্লাবের পরিচালনায় স্বর্গীয় দুলাল কুন্ডু ও স্বর্গীয় সুধন্য মন্ডল স্মৃতি চ্যাম্পিয়ান ট্রফি,স্বর্গীয় গোবিন্দ চন্দ্র সাহা ও প্রিয়বালা স্মৃতি রানার্স ট্রফি ও স্বর্গীয় পিন্টু পাল ট্রফি ফুটবল টুর্নামেন্টের দুইদিন ব্যাপী দিবারাত্রি খেলার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।শুক্রবার গভীর রাত পর্যন্ত খেলা চলে। ফাইনাল খেলায় প্রথমার্ধে প্রাইভেট টিউটর্স একাদশ এক গোলে এগিয়ে থাকলেও মেন ইন ব্লু ফাউন্ডেশন পরবর্তীতে একটি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে।

উভয়পক্ষের দুটি গোল করে শিবেন বর্মন ও সুভাষ হাসদ।অবশেষে খেলার নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে।ফাইনাল খেলায় ম্যান অফ দি ম্যাচের শিরোপা পায় প্রাইভেট টিউটর্স একাদশের শাহরুখ খান,ম্যান অফ দি টুর্নামেন্ট এর শিরোপা পান মেইন ইন ব্লু ফাউন্ডেশন দলের শিবেন হাসদা।বেস্ট গোলরক্ষকের পুরস্কার পান মেন ইন ব্লু ফাউন্ডেশন দলের ধীরেন দেবশর্মা।গভীর রাতে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,প্রাক্তন ভাইস চেয়ারম্যান কমল ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগন।ইয়ং এথেলেটিক ক্লাবের সম্পাদক সুজিত সরকার দুইদিনব্যাপী এই বিশাল ক্রীড়া কর্মযজ্ঞে যাঁরা সহায়তা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানান।দুইদিন ব্যাপী এই ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠ দর্শকরা ছিল কানায় কানায় পরিপূর্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here