সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে সভাধিপতি, সহ-সভাধিপতি ও ন’জন কর্মাধ্যক্ষের জন্য দামি ল্যাপটপ কেনা হয়েছে। এই নিয়েই ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে পূর্ব বর্ধমানে। এক-একটি ল্যাপটপের জন্য জেলা পরিষদের খরচ হয়ছে প্রায় ৪৭ হাজার টাকা।
আরও পড়ুনঃ গঙ্গার পাড় বাঁধানো নিয়ে অনিয়মের অভিযোগ, অনুমতি না নিয়েই কাটা হচ্ছে ফসল
২৮ জানুয়ারি থেকে সেগুলি বিলি করা হয়েছে। সরকারের ই-মার্কেটিং পরিষেবা প্রদান অর্থাৎ কাজের প্রয়োজনে ল্যাপটপ দরকার বলে মত অনেকের।
যদিও পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত ল্যাপটপ নেবেন না বলে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছেন। প্রশ্ন উঠছে অর্থ দফতর বারবার জানাচ্ছে, তহবিল কমছে তারপরেও কর্মাধ্যক্ষদের এত দামি ল্যাপটপ দেওয়া হচ্ছে কেন?
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দীর অভিযোগ, টাকা নয়ছয় করা হচ্ছে। যদিও জেলা সভাধিপতি শম্পা ধাড়া বলেন, ‘অর্থ বিষয়ক ও সাধারণ সভায় ল্যাপটপ কেনার সিদ্ধান্ত হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584