পিয়ালী দাস, বীরভূমঃ
বড়রা পঞ্চায়েতের সদস্য শেখ মহিবুল। বাড়ি বড়রা গ্রামের নামো পাড়ায়। গত মে মাসে তাকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। দিন ছয়েক আগে জামিনে মুক্ত হয় সে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মহিবুলের দুই স্ত্রী রয়েছে।, সম্প্রতী এক মহিলাকে বিয়ে করে সে। এনিয়ে সংসারে অশান্তি ছিলো নিত্য দিনের। শনিবার তৃতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই তৃণমুল নেতা বাইরে যাওয়াকে কেন্দ্র করে সাত সকালেই বাকি দুই স্ত্রীর সঙ্গে ঝগরাও হয়। এরই মধ্যে মহিবুল বাড়ি ছাড়তেই কাঁকরতলা থানায় তার এক স্ত্রী অভিযোগ করেন মারধরের।
গ্রামবাসীদের দাবি ওই মহিলার কাছে থেকেই পুলিশ জানতে পারে বাড়ির মধ্যে মজুত রয়েছে বোমা। তড়িঘড়ি গ্রামে যায় পুলিশ। এদিকে ততক্ষণে শুরু হয়েছে বজ্রপাত ও বৃষ্টি। বাড়ির সামনে পুলিশ, বাড়ির দরজা বন্ধ।
আরও পড়ুনঃ পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় গহনা ছিনতাই
হঠাৎই বিস্ফোরণ ভেতরে। হুড়মুড়িয়ে ভেঙে, পরে দুই পাকা বাড়ির মাঝে অ্যাডেবেষ্টর দেওয়া বাড়িটি। কেউ না থাকায় কোন প্রাণহানী ঘটেনি। তবে পঞ্চায়েত সদস্যের বাড়িতে যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584