পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

পুজো মন্ডপের পেছনের একটি ঘরে বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দক্ষিণ বীরনগর এলাকায়। তবে বিস্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী।

বিস্ফোরণে ফেটে যাওয়া অংশ সংগ্রহ করার পাশাপাশি এলাকায় আরও কিছু বিস্ফোরক সামগ্রী আছে কিনা তার তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। এসেছেন জেলা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দক্ষিন বীরনগর এলাকায় বিপ্লবী ক্লাবের দূর্গা মন্দিরের পেছনের একটি ঘর থেকে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে কোন হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রায়গঞ্জ পুরসভার স্থানীয় তৃনমূল কাউন্সিলর তপন দাস বলেন, তিনি সেই সময় বাড়িতেই ছিলেন। প্রচন্ড শব্দ শুনে বাইরে বেড়িয়ে আসেন, এলাকার একটি মন্দিরের পাশের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে পৌঁছায়। কিভাবে এবং কোথা থেকে এ ধরনের ঘটনা ঘটলো তা তিনি কিছুই জানেননা।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্রের গেটে বোমা উদ্ধার রায়গঞ্জে

এদিকে মন্দিরের পাশের ঘরে বিস্ফোরণে ঘরের টিনের চাল ফেটে যায়। ওই ঘরে আরও বিস্ফোরক কিছু সামগ্রী আছে কিনা তা তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহনী। বিপ্লবী ক্লাবের এবারের দূর্গাপুজো মন্ডপের সামনে থাকা মন্দিরের পাশের ঘরে বিস্ফোরণ ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584