নিজস্ব সংবাদদাত, মালদহঃ
চলন্ত টোটোতে আচমকা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল চালকের দেহ। মাথার খুলি উড়ে গিয়ে পড়ল বাড়ির চালে। হাত, পা টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহুর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। বুধবার বিকেলে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ শহরের ঘোড়াপীর এলাকায়।
কী কারণে এই বিস্ফোরণ তা জানতে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ।পাশাপাশি সিআইডি বোম স্কোয়াডের টিম তদন্ত শুরু করেছে। যদিও শেষ পাওয়া খবরে ওই টোটো চালকের নাম এবং পরিচয় জানা যায়নি। তবে গোটা টোটোটিই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ পুরসভা-স্বাস্থ্যভবনকে জানিয়েও হেনস্থা, বাড়ির ফ্রিজে ২ দিন পড়ে রইল করোনা রোগীর লাশ
এই ধরনের ঘটনা রাজ্যে প্রথম বলেই মনে করছে জেলা পুলিশ এবং সিআইডির কর্তারা। ওই টোটোতে কিছু ফাইবার ও কাঠের দরজা এবং কাঠমিস্ত্রীর কিছু সামগ্রী মজুত ছিল। ওই টোটোটি মালদহ শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে বাগবাড়ি স্ট্যান্ড থেকে কুড়ি মিটার দূরত্বে রাজ্য সড়কে ব্যাপক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘোড়াপীর এলাকায়। দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সাধারণ পথচারীদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সি আই ডি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584