মহম্মদ বাজারে বিস্ফোরক ভর্তি গাড়ি পুলিশের জালে

0
91

পিয়ালী দাস, বীরভূমঃ

তৎপর বীরভূম জেলা পুলিশ বড় সাফল্য পেলো। জাতীয় সড়কের উপরে নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল বীরভূম জেলার মহম্মদ বাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রানীগঞ্জ- মোড়গ্রাম ১৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে একটি মারুতি ভ্যান দ্রুতগতিতে রামপুরহাটের দিকে যাচ্ছিল।

maruti | newsfront.co
উদ্ধার হওয়া গাড়ি। নিজস্ব চিত্র

সেই সময় মহম্মদ বাজার থানার পুলিশ জয়পুর গ্রামের কাছে নাকা চেকিং করছিল। মারুতি ভ্যানের গতি দেখে পুলিশ গাড়িটিকে দাঁড় করায়। গাড়ির দরজা খুলতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের, ২৬টি ডিটোনেটর ভর্তি গাড়িটি কে দেখে । বস্তার ভেতরে ছিল প্রায় ৩৯০০০ হাজার ডিটোনেটর।

আরও পড়ুনঃ পিনকন চিটফান্ড মামলার রায় ঘোষণা হল আজ

সাথে সাথে পুলিশ গাড়ির চালক আশিস কোঁড়াকে আটক করে থানায় নিয়ে আসে। বাজেয়াপ্ত করা হয় মারুতি ভ্যান সহ বিপুল পরিমাণে উদ্ধার হওয়া বিস্ফোরক।প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রামপুরহাটের কোন একটি পাথর খাদানে এই ডিটোনেটর গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ম বহির্ভূতভাবে বিস্ফোরক পাচারের চাঁইকে ধরতে গাড়ির চালককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

আরও পড়ুনঃ জেলা কমিটি ঘোষণার পরেই সাংগঠনিক পদ থেকে ইস্তফা তৃণমূল বিধায়কের

বেশ কিছুদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদ বাজার থানার পুলিশ একইভাবে একটি ট্রাক থেকে বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল। বিস্ফোরক পাচারের জন্য বারবার জাতীয় সড়ককে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। কিন্তু ততোধিক তৎপর বীরভূম জেলা পুলিশ।

পুলিশের তৎপরতায় বিস্ফোরক পাচারকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার।বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বীরভূমের সমস্ত থানা সজাগ আছে। আগামী দিনে তল্লাশি অভিযান জারি থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here