সুদীপ পাল, বর্ধমানঃ
আসানসোল-গোরখপুর গোন্ডা এক্সপ্রেসকে এবারে নতুন ভাবে সাজানো হচ্ছে। নীল রঙের পরিবর্তে লাল-হলুদ রঙ করা হচ্ছে। ষোলটি কামরার ভিতর শৌচালয়গুলির আধুনিকীকরণ হয়েছে। ট্রেনের শৌচাগারে বায়ো টয়লেট থাকবে। তাছাড়া গোরখপুর ও আসানসোলের ইতিহাস সংক্রান্ত ছবি লাগানো থাকবে ট্রেনের কামরায়।
আগামী ২৫ নভেম্বর থেকে সেজে ওঠা নতুন ট্রেনের যাত্রা শুরু হবে। এর আগে আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস কেও সাজানো হয়েছিল।
আসানসোল এডিআরএম আরকে বার্নায়ল বলেন, এই কাজের জন্য কোনও সংস্থাকে নিয়োগ করা হয়নি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগের কর্মীরা এই কাজটি করেছে। ফলে বিশেষ কোনো খরচ হয়নি।
আরও পড়ুনঃ দ্বিতীয় বছরে পা রসগোল্লা দিবসের
আসানসোল ডিভিশনকে আলাদা করে পূর্ব রেল পর্ষদের কাছে টাকাও চাইতে হয়নি এ বিষয়ে। জানা যাচ্ছে, নতুন করে সাজাবার সময় যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেন নিয়মিতভাবেই যাত্রা করেছে। যাত্রার ক্ষেত্রে কোনও ব্যাঘাত ঘটেনি। এই ট্রেনটি রূপ বদল সম্পূর্ণ হলে আসানসোল-মুম্বই মেলকে সাজিয়ে তোলা হবে বলে জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584