সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করা দেশদ্রোহিতা নয়ঃ সুপ্রিম কোর্ট

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জম্মু কাশ্মীরের প্রাক্তণ সাংসদ ফারুক আব্দুল্লার বিরুদ্ধে এক জনস্বার্থ মামলা খারিজ করে শীর্ষ আদালত জানাল, সরকার বিরোধী মত মানেই তা দেশদ্রোহী নয়। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করার প্রতিবাদে সরব হয়েছিলেন ফারুক।

Supreme court | newsfront.co
ছবিঃ লাইভ ল

জম্মু কাশ্মীরের নেতার সেই সমালোচনাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানালো, সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধমত পোষণ করলেই তা দেশদ্রোহিতা হয় না।

বিচারপতি সঞ্জয় কিষান কৌশলের বেঞ্চে শুনানি চলছিল মামলার। বিচারপতি তাঁর পর্যবেক্ষণ জানিয়ে খারিজ করে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লার বিরুদ্ধে করা ওই জনস্বার্থ মামলা। একইসাথে মামলাকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন বিচারপতি।

আরও পড়ুনঃ চাকরির প্রলোভন দেখিয়ে সহবাস! ফাঁস হতেই পদত্যাগ বিজেপি মন্ত্রীর

মামলাকারী অভিযোগ করেছিলেন, ফারুক আব্দুল্লা ৩৭০ ধারা বিলোপের সরকারী সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে পাকিস্তান ও চিনের সাহায্য চেয়েছিলেন। তার প্রমান অভিযোগকারী দিতে না পারায় আদালত তাকে ৫০,০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here