অচেনা গরমে অস্বস্তি আলিপুরদুয়ারে

0
42

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

গত ক’দিনের তীব্র দাবদহে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। সবুজ গালিচা বিছানো, বন জঙ্গল আর এঁকেবেঁকে যাওয়া অসংখ্য নদী বেষ্টিত ডুয়ার্সের এই অসহ্য গরমের ছবি যেন সকলের অপরিচিত। দিনের আলো ফোটার সাথে সাথে সূর্যের প্রখর তাপে যেন পুড়ে যাচ্ছে সব কিছু।

exreme Discomfort of people of Alipurduar
নিজস্ব চিত্র

রাস্তাঘাট প্রায় লোক শূন্য। খুব প্রয়োজন ছাড়া কেউই চাইছেন না বাড়ি থেকে বের হতে। স্কুলে পডুয়াদের উপস্থিতিও অনেকটাই কম। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে জেলাবাসীর।

exreme Discomfort of people of Alipurduar
নিজস্ব চিত্র

সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। একটু শীতলতার আশায় পুকুরে ছুটোছুটি করছে শিশু-কিশোররা। বিশেষ করে দুপুর বেলার গরম হয়ে উঠছে আরও ভয়ঙ্ককর। বাইরে বের হলে যেন পুড়ে যাচ্ছে শরীর। তার ওপর লেগেই রয়েছে লোডশেডিং। ঘরের পাখা বন্ধ হওয়ায় পরিস্থিতি হয়ে উঠছে আরও অসহ্যকর।

আরও পড়ুনঃ প্রাচীর ভেঙে মিড-ডে মিলের চাল খেয়ে গেল হাতি

exreme Discomfort of people of Alipurduar
নিজস্ব চিত্র

গরমে সেদ্ধ হয়ে প্রত্যেককেই তাকিয়ে আকাশের দিকে কখন হবে বৃষ্টি স্বস্তি মিলবে এই অসহ্য কর গরম থেকে। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের চিকিৎসক যুধিষ্ঠির দাস বলেন,” গরম পড়েছে কিন্তু আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। সাবধানে থাকতে হবে। দীর্ঘক্ষন রোদে থাকা উচিত নয়। বেশি করে জল বাড়িতে খেতে হবে। সামান্য নুন চিনির জল মিশিয়ে খাওয়া ভালো। অসুস্থ্যতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here