ওয়েবডেস্ক:সম্প্রতি বিশ্বব্যাপী ধূমপায়ীদের সংখ্যা বেড়েই চলেছে । এর ফলে কমে যাচ্ছে মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতা। এছাড়া পরিবেশেও ঘটছে মারাত্মক দূষণ, সবুজ পৃথিবী ধীরে ধীরে হারাচ্ছে তার বাসযোগ্যতা। সমীক্ষায় দেখা গেছে ধূমপান কেবল মানুষের ফুসফুসের ক্ষতিই করে না, অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তিনগুণ বেশি৷ এছাড়া চোখেরও মারাত্মক ক্ষতি হচ্ছে ধূমপানের ফলে।
তবে ধূমপান বন্ধ করতে অধূমপায়ীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে জাপানের এক মার্কেটিং ভিত্তিক প্রতিষ্ঠান ‘পাইলা’।এখন থেকে ধূমপান থেকে বিরত থাকলে বছরে অতিরিক্ত ছয় দিন ছুটি পাবেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
প্রতিষ্ঠানটির মতে, ধূমপায়ীরা ধূমপানের জন্য প্রতিদিন একাধিক বার বিরতি নিয়ে থাকে। কিন্তু অধূমপায়ীরা সাধারণত এটি করেন না। তাই তাদের বিশেষভাবে উৎসাহিত করতে এই পদক্ষেপ বলে জানা গেছে। তাদের আশা, এতে করে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।
এমনিতেই ধূমপানের ক্ষেত্রে বেশ বদনাম আছে জাপানের। জাপানকে বলা হয় ধূমপায়ীদের স্বর্গরাজ্য। বিশ্বের যে দশটি দেশে সবচেয়ে বেশি ধূমপায়ী বাস করেন তার মধ্যে জাপান অন্যতম। আর তাই ধূমপান কমাতে সম্প্রতি বেশ কিছু অভিনব উদ্যোগ নিচ্ছে দেশটি। এর মধ্যে গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘নন-স্মোকার পিক’ নামের কর্মসূচি। এছাড়া ‘লসন’ নামের একটি প্রতিষ্ঠান জুন মাসের পুরো একটি দিন ধূমপান নিষিদ্ধ করে। আর এদিকে , ২০২০ সালের টোকিও অলিম্পিকের দিনক্ষণ ঘনিয়ে আসছে। বিশ্বের সব প্রান্ত থেকে মানুষজনের ভিড় জমবে টোকিওতে। তার আগে দেশটি থেকে যতটা পারা যায় ধূমপান মুক্ত রাখার চেষ্টা করছেন সবাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584