রোহিঙ্গা ইস‍্যুতে আবার কেড়ে নেওয়া হল সুচির দুটি পুরষ্কার

0
458

ওয়েবডেস্ক: রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জেরে মায়ানমারের প্রেসিডেন্ট অং সান সু চির আরও দু’টি সম্মানসূচক উপাধি কেড়ে নেওয়া হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সু’চিকে দেয়া সম্মানসূচক ‘ফ্রিডম অব গ্লাসগো’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি গৃহবন্দি থাকাকালীন ২০০৯ সালে মায়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী হিসেবে তাকে এই উপাধি দেয়া হয়েছিলো।

সমস্ত ছবি-টুইটার ও সংগৃহিত

অপরদিকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সু’চিকে দেয়া অনরারি প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯১ সালে গণতন্ত্রের প্রতীক হিসেবে লন্ডন স্কুল অব ইকনোমিকস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাকে এই সম্মান দেয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি রাখাইনে জাতিগত নিধন ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সু’চির উপাধি কেড়ে নেয়া হলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here