উত্তর দিনাজপুরের সংক্রমিত এলাকায় অতিরিক্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা প্রশাসনের

0
35

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৬ ও ৭ আগস্ট অতিরিক্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সরকারী নির্দেশিকা অনুযায়ী আজ ৫ আগস্ট রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন রয়েছে। তার পাশাপাশি প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী ৬ ও ৭ আগস্ট রায়গঞ্জ মিউনিসিপালিটি, রায়গঞ্জ ব্লক, ইসলামপুর মিউনিসিপালিটি, ইসলামপুর ব্লক, করনদিঘী ও ইটাহার ব্লকে লকডাউন কার্যকরী থাকবে।

road | newsfront.co
নিজস্ব চিত্র

৮ আগস্ট ফের রাজ্য জুড়ে লকডাউন রয়েছে। সাপ্তাহিক লকডাউনের মাঝেই উত্তর দিনাজপুর জেলার চারটি ব্লক ও দুটি পুর এলাকায় দুইদিনের জন্য লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এই নির্দেশিকা জারি করেন। নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার ইটাহার, রায়গঞ্জ, ইসলামপুর ও করণদিঘি ব্লকে লকডাউন পালন করা হবে।

আরও পড়ুনঃ কোলাঘাটে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, ছড়াচ্ছে আতঙ্ক

রায়গঞ্জ ও ইসলামপুর পুর এলাকাতেও লাগু থাকবে লকডাউন। এদিকে বুধবার ও আগামী শনিবার সাপ্তাহিক লকডাউন থাকায়, ইটাহার, রায়গঞ্জ,করণদিঘি ও ইসলামপুর ব্লক ও পুর এলাকা পরপর চারদিনই লকডাউনের আওতার মধ্যে পড়ে গিয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ৬ ও ৭ আগস্টের সার্বিক লকডাউনে দুপুর ২টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যের দোকানপাট খোলা রাখাকে ছাড় দেওয়া হয়েছে। মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা থাকছে বাধ্যতামূলক।এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ অ্যাম্বুল্যান্সের সমস্যা নিরসনে কলকাতা পুরসভায় বৈঠকে স্বরাষ্ট্রসচিব, জারি একগুচ্ছ নির্দেশিকা

রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী, জেলায় মোট আক্রান্ত ১২৪৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৪ জন। জেলায় এই মূহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের৷ বৃহস্পতিবার ও শুক্রবারের লকডাউনের নির্দেশ এই এলাকাগুলোতে মাইকে প্রচার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here