নাজমুল আলম,টেকডেস্কঃ
যুক্তরাষ্ট্রে ফেসবুকের উপর ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা ধার্য করা হয়েছে।আর এটাতে অনুমোদন দিয়েছে এফটিসি।ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ,প্রায় ৮ কোটি ৭ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর তথ্য মার্কিন অ্যানালিটিকা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়। এই তথ্যের উপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন।
এই কেলেঙ্কারি কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নামে পরিচিত।এফটিসি-র তদন্তের মূল বিষয় ছিল ২০১১ সালে ফেসবুকের করা চুক্তি লঙ্ঘিত হয়েছে কিনা তা যাচাই করা। ওই চুক্তি অনুযায়ী ব্যবহারকারীর কোন তথ্য কারও সঙ্গে শেয়ার করলে ব্যবহারকারীর কাছ থেকে পরিষ্কারভাবে অনুমতি নিতে হবে। আর এই বিষয়ে তদন্ত করতে গিয়ে এই ব্যাপক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে পড়ে।
এবার প্রশ্ন ,কেমব্রিজ অ্যানালিটিকা কি?কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতার জন্য বেশি পরিচিত।
আরও পড়ুনঃ ফের বিপর্যয় ফেসবুক হোয়াটস অ্যাপ এ,প্রায় স্তব্ধ পরিষেবা
ট্রাম্পের বিজয়ে এর ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। তবে ওই প্রতিষ্ঠান দাবি করছে, ফেসবুক থেকে সংগৃহীত কোনো তথ্য ট্রাম্পের প্রচারণার তারা ব্যবহার করেনি। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার ঘটনাটি সামনে নিয়ে এসেছেন যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক কেমব্রিজ অ্যানালিটিকার সাবেক কর্মী ক্রিস্টোফার উইলি।
ক্রিস্টোফার উইলির ভাষ্যমতে, কেমব্রিজ অ্যানালিটিকা ওই তথ্যগুলো প্রক্রিয়াজাত করে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরকে সরবরাহ করেছিল। শুধু তা-ই নয়, ওই তথ্যগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য রিপাবলিকান ভোটারও চিহ্নিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584