ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বেশ কিছুদিন ধরে চলছিল কথাবার্তা। অবশেষে জিওর ৯.৯ শতাংশ শেয়ার কিনল ফেসবুক ৪৩৫৭৪ কোটি টাকার (৫.৭ বিলিয়ন ডলার) বিনিময়ে।
Breaking: Facebook invests $5.7B in India's Reliance Jio https://t.co/ILrOMbtmuA
— Manish Singh (@refsrc) April 22, 2020
প্রায় এক দশক ধরে ভারতবর্ষে ব্যবসার ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। অন্যদিকে চিনের ‘বাইট ডান্স’ ধীরে ধীরে প্রতিযোগী হয়ে উঠছে। সম্ভবত সে কারণেই ভারতীয় বাজার ধরে রাখতে রিলায়েন্স জিওর সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক।
আরও পড়ুন:হোয়াটস্যাপে অর্ডার করলেই বাড়িতে মিলবে প্রয়োজনীয় সামগ্রী
অন্যদিকে রিলায়েন্স জিও ২০১৫ সালে যাত্রা শুরু করার পর টেলিকম সংস্থা হিসাবে ভারতবর্ষে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। ভারতবর্ষের বাজার দখলের জন্য প্রথম থেকেই তারা গ্রাহকদের জন্য দিয়ে এসেছে বিশেষ অফার।
এখন ফেসবুক ও রিলায়েন্স জিওর যুগলবন্দী কেমন দাঁড়ায় সেটাই দেখার।তবে এই গাঁটছড়া বাঁধার আগে থেকেই অনেক বিশেষজ্ঞই জিও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ব্যাপারে চিন্তিত।
(ফিচার ছবি সৌজন্যে: ইন্ডিয়া টিভি)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584