নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
“গনতন্ত্রের জন্য বিপজ্জনক ফেসবুক”, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়া জায়েন্ট মার্ক জুকারবার্গ-র সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা। ফিলিপিন্সের সংবাদ সংস্থা ‘র্যাপলার’-এর প্রধান অভিযোগ তুলেছেন, বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি একেবারেই ব্যর্থ হয়েছে ঘৃণা এবং ভুয়ো তথ্য ছড়ানো রুখতে। শুধু তাই নয়, তথ্য সম্পর্কেও নিরপেক্ষ নয় ফেসবুক।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘‘ফেসবুকের অ্যালগরিদমে সব সময়ে প্রাধান্য পায় মিথ্যা খবর, ক্ষোভ ও ঘৃণায় পরিপূর্ণ সংবাদ।’’ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ফেসবুকের বিরুদ্ধে এই একই অভিযোগ উঠেছে আমেরিকান কংগ্রেসের অধিবেশনেও।
ফেসবুকের-ই এক প্রাক্তন কর্মী ফ্রান্সেস হগেন সেনেটে দাঁড়িয়ে বলেছেন, কী ভাবে শুধুমাত্র মুনাফা লুটতে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে সংস্থা, সমাজে বিভাজন তৈরি করছে। ক্ষতি হচ্ছে ছোটদের মানসিক স্বাস্থ্যের। উল্লেখ্য, রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা দুপক্ষই সহমত হয়েছেন ফেসবুক সম্পর্কে এই অভিযোগের ক্ষেত্রে।
আরও পড়ুনঃ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের শপথ গ্রহণে মুখোমুখি হতে পারেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ সেনেটের এই অভিযোগের পরে বলেছিলেন, ‘‘তাঁর সংস্থা বহু মানুষকে ব্যবসায় সাহায্য করছে, বহু মানুষকে মিলিয়ে দিচ্ছে। অভিযোগ সম্পূর্ণ সত্য নয়।“ তবে মারিয়া রেসার মন্তব্যের পরে এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি ফেসবুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584