ওয়েবডেস্ক
সোমবার ভারত ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর শিবলাল ঠাকরাল জানান যে আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ফেক নিউজ, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যা বা আপত্তিকর পোস্ট নিয়ন্ত্রণের জন্য দিল্লীতে ‘ওয়ার রুম’ খুলছে ফেসবুক।
আমেরিকার পর ভারতই দ্বিতীয় রাষ্ট্র যেখানে নির্বাচনের আগে নিয়ন্ত্রণ মূলক পদক্ষেপ নিতে চলেছে মার্ক জুকারবার্গের এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা।
অন্যান্য প্রচারের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া এখন প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার, ভুয়ো, সাম্প্রদায়িক ছবি-খবর-পোস্ট ইত্যাদির মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এবার থেকে এ সমস্ত কিছুই নজরদারিতে আনতে ফেসবুকের এই পদক্ষেপ।তবে কবে থেকে এই কাজ শুরু করা হবে তা জানা যায়নি। প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেও কাজ করা হবে।
আরও পড়ুনঃকম্পিউটার নজরদারিঃকেন্দ্র জানাল গোপনীয়তা রক্ষা সংক্রান্ত নাগরিক অধিকার আইনকে লংঘন করছে না
তিনি আরও দাবি করেন যে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে ৪০টি দল কাজ করছে। দিল্লীর অফিস এবার কেন্দ্রীয় ভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে।তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পোস্ট,মেম ও মন্তব্য বারবার পরীক্ষা করে ফিল্টার করবে। এমনটি ফেক প্রোফাইলও খুঁটিয়ে দেখবে। তারপর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584