মামলা খারিজ, এক ধাক্কায় ট্রিলিয়ন ডলার কোম্পানির মাইলফলক ছুঁয়ে ফেলল ফেসবুক

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফেসবুকের বিরুদ্ধে দুটি মামলা করে ফেডারেল ট্রেড কমিশন ও স্টেট এটর্নি জেনারেল, সেই দুটি মামলাই তথ্য-প্রমাণের অভাবে খারিজ করে দিল আমেরিকার আদালত। আর তার পরেই একলাফে বেড়ে যায় ফেসবুকের শেয়ারের মূল্য। সোমবার বাজার বন্ধের সময় ফেসবুকের শেয়ারের মূল্য ৪.২% বেড়ে দাঁড়ায় শেয়ার প্রতি ৩৫৫.৬৪ মার্কিন ডলার।

Facebook | newsfront.co

গত বছর ডিসেম্বর মাসে ফেডারেল ট্রেড কমিশন ও বেশ কিছু স্টেট এটর্নি জেনারেল দুটি মামলা দায়ের করে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে। ফেডারেল ট্রেড কমিশন অভিযোগ করে সোশ্যাল নেটওয়ার্কিং মার্কেটের ৬০ শতাংশের বেশি ফেসবুকের কুক্ষিগত, যা মনোপলি পাওয়ারের নামান্তর এবং ফেডারেল আইন মনোপলি ক্ষমতাকে বৈধতা দেয় না। আমেরিকার ডিস্ট্রিক্ট জাজ এদিন খারিজ করে দেন এই মামলা।

আরও পড়ুনঃ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করে শেষ চারে ডেনমার্ক

বিচারপতি জানান মামলার স্বপক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ দাখিল করতে পারেনি ফেডারেল ট্রেড কমিশন, তবে আদালত এই মামলার ক্ষেত্রে আরো একমাস সময় ধার্য করেছে, চাইলে মামলাকারী সংস্থা দ্বিতীয়বার পিটিশন ফাইল করে আরেকবার সফল হওয়ার চেষ্টা করতে পারেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের আদালত নিষেধাজ্ঞা তুলে নিল টিকটকের ওপর থেকে, এই নিয়ে তৃতীয়বার

এছাড়া ফেসবুকের হোয়্যাটসেপ ও ইনস্টাগ্রামের মালিকানা সংক্রান্ত আরেকটি মামলা, যার পিটিশনার ছিলেন ৪৬ জন স্টেট এটর্নি জেনারেল সেই মামলাও খারিজ হয়ে যায় এদিন। এরপরেই এক ধাক্কায় ফেসবুকের শেয়ারের দাম বাড়তে থাকে হুহু করে। কোম্পানি ছুঁয়ে ফেলে ট্রিলিয়ন ডলার সংস্থার মাইলফলক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here