প্রযুক্তি ডেস্কঃ আপনি একজন ফেসবুক ব্যবহারকারী । কিন্তু আপনার একজন বন্ধু যিনি ফেসবুক ব্যবহারে অনিচ্ছুক কিন্তু হোয়াটসঅ্যাপে আছেন। তাহলে হোয়াটসঅ্যাপে থাকা আপনার ওই বন্ধুর সাথে আপনি ফেসবুক থেকে কিভাবে কন্টাক্ট করবেন ?
বা ধরুন আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করেন, কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ব্যবহারে আপনার আপত্তি । আপনার অপর একজন বন্ধু যিনি শুধুমাত্র ম্যাসেঞ্জার অ্যাপটি ব্যবহার করেন । তাহলে আপনার ওই বন্ধুর সাথে আপনি ইনস্টাগ্রাম থেকে কিভাবে কথা বলবেন?
আদৌ কি এই সমস্ত চিন্তাভাবনা কখনও এসেছে আপনার মনে ? হ্যাঁ এবার একটা ইকো সিস্টেমের মধ্যে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ও ইনস্টাগ্রাম এই সবগুলো আসতে চলেছে । ঠিক বুঝলেন না তো ? তাহলে শুনুন , ফেসবুক প্রপার্টির ওই চারটি অ্যাপ্লিকেশনের মধ্যে যেকোনো একটি যদি আপনার ফোনে থাকে, তাহলে আপনি সেখানে একটির মাধ্যমেই অপর যেকোনো একটি অ্যাপে মেসেজ করতে পারেন। আরেকটু বুঝিয়ে বললে দাঁড়ায় ফেসবুক সৌজন্যে আপনি এখন থেকে ইনস্টাগ্রাম থেকে ম্যাসেঞ্জারে , ম্যাসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে অর্থাৎ যে কোনো একটি থেকে অপরটিতে মেসেজ করতে পারা যাবে ।
আপাতত পুরো বিষয়টা এখনও পরিকল্পনায় রয়েছে ।
নিউ ইর্ক টাইমস সূত্রে খবর , চলতি বছরের শেষের দিকে অথবা ২০২১ সালের শুরুর দিকে ফেসবুকের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে । সূত্রের খবর এই মেসেজ ইন সিস্টেমগুলি এন্ড টু এন্ড এনক্রিপশন সিকিউরিটির আওতায় থাকবে। অর্থাৎ শুধুমাত্র ব্যবহারকারী গ্রাহকই ওই দেখতে বা পড়তে পারবেন ।
ডেটা বাঁচানোর জন্য ফেসবুকের এই নতুন পদক্ষেপের কথা সামনে আসতেই আনন্দিত ফেসবুক গ্রাহকেরা ।
(ছবি সৌজন্যে-XDA Developers,Dexerto.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584