প্রযুক্তি ডেস্কঃ
ফেসবুক কর্তৃপক্ষ তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী গ্রুপে মোট সদস্য সংখ্যা কমানোর ব্যাপারে এবং গ্রুপে যোগদানের ক্ষেত্রে নতুন ইনভাইটেশন পলিসি এর ব্যাপারে পৃথিবীর সমস্ত এফবি গ্রুপ অ্যাডমিনদের ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে ।
যদিও বিষয়টি নিয়ে গ্রুপ অ্যাডমিন ও গ্রুপের সদস্যরা এখনও ধন্ধে আছেন । কারণ অনেকেই জানেন না ঠিক কোন কোন সদস্যদের গ্রুপ থেকে অপসারণ করা হচ্ছে ।
ফেসবুকের সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত থাকা নিষ্ক্রিয় সদস্যদের গ্রুপ থেকে আপনাআপনি অপসারণ করা হয়েছে। উল্লেখ্য ,এই নিষ্ক্রিয় সদস্য বলতে কাদের বোঝানো হয়েছে ?
ফেসবুক সূত্রের খবর ,গ্রুপে থাকা যে সমস্ত সদস্য তার কোন ফেসবুক বন্ধু বা কোন ফেসবুক গ্রাহকের দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন তার সম্মতি ছাড়াই।এবার গ্রুপের কোন পোস্ট বা কোন আলোচনার বিষয় বস্তুর উপরে তার যদি কোন নজর বা আবেগ না থাকে। সেই সমস্ত তথাকথিত নিষ্ক্রিয় সদস্যদের গ্রুপ থেকে অপসারণ করা হচ্ছে বা হবে।
তবে সর্বশেষ আপডেট অনুযায়ী ফেসবুক বলপূর্বক কোন সদস্যদের গ্রুপ থেকে অপসারণ করবে না । গ্রুপ থেকে অপসারণের সাথে সাথে তাদেরকে একটি ইনভাইটেশন নোটিফিকেশন দেওয়া হবে । যদি ওই অপসারিত সদস্য উক্ত আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তিনি পুনরায় গ্রুপে স্থান পাবেন আর যদি গ্রহণ না করেন তাহলে তিনি গ্রুপ থেকে বিতাড়িত থেকে যাবেন ।
আরো বিস্তারিত সূত্রে জানা গেছে ,যে সমস্ত সদস্যরা গ্রুপের বিভিন্ন পোস্টে নজর রাখেন কিন্তু গ্রুপের কোন আলোচনায় অংশগ্রহণ করেন না । তারা অবশ্য গ্রুপেই থেকে যাবেন । পাশাপাশি যে সমস্ত গ্রাহকরা গ্রুপের একেবারে প্রথম দিকে বা বহু আগে বিভিন্ন পোস্টে নজর রাখতেন এবং আলোচনায় অংশগ্রহণ করতেন কিন্তু বর্তমানে বহুদিন গ্রুপ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন তারাও গ্রুপের মধ্যেই থাকবেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584