নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দীর্ঘ ১৭ বছর পরে এই প্রথমবার জনপ্রিয়তায় পতন ‘সোশ্যাল মিডিয়া জায়েন্ট” ফেসবুকের। দুই ত্রৈমাসিকে প্রায় ১০ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়েছে। এবং স্বাভাবিকভাবেই তার উত্তাপ এসে পৌঁছেছে অভিভাবক সংস্থা ‘মেটা’-র ওপরেও।
ফেসবুক ১০ লক্ষ ব্যবহারকারী হারানোর জেরে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে মেটা-র লাভের পরিমাণ। পাশাপাশি অনেকটাই আঘাত এসেছে সংস্থার বিজ্ঞাপন ব্যবসার ওপরেও। বুধবার ফেসবুকের তরফে ঘোষণা করা হয় যে, শেয়ার বাজারেও তাদের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ২২ শতাংশ। শেষ ত্রৈমাসিকেও আগের বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে গিয়েছে মেটা-র লভ্যাংশ। গত ত্রৈমাসিকে মেটা-র লাভের পরিমাণ ছিল ১০.৩ বিলিয়ন ডলার। একই সঙ্গে বাজার মুল্য কমে গিয়েছে নেটফ্লিক্সেরও।
আরও পড়ুনঃ করোনা টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে ট্রাক চালকদের আন্দোলনে এখনো উত্তাল কানাডা
সারা বিশ্বে দৈনন্দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। সেখান থেকে ১০ লক্ষ ব্যবহারকারী কমে যাওয়া যে মোটেই সহজ কথা নয় তা মানছেন ফেসবুক কর্তৃপক্ষ এবং এর ফলশ্রুতিতে ক্ষতি হয়েছে সংস্থার বিজ্ঞাপন ব্যবসাতেও এমনটাই মত অভিভাবক সংস্থা মেটা-র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584