ভুয়ো খবর সংশোধনে সিঙ্গাপুর সরকারের নির্দেশকে উপেক্ষা ফেসবুকের

0
40

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিঙ্গাপুর সরকার এক ব্লগারকে তার ফেসবুক পোস্টের মাধ্যমে ছড়ানো ভুয়ো খবর সংশোধনের নির্দেশ দিলে ওই ব্লগার সেই নির্দেশ অগ্রাহ্য করেন। শেষে সিঙ্গাপুর সরকার জাল খবর রোধের আইন অনুসারে ফেসবুক সংস্থার কাছে আবেদন জানায়, ফেসবুক পোস্টটিকে সংশোধন করার জন্য।

blogger refuse the order of singapore government | newsfront.co
ব্লগার অ্যালেক্স টান। সংবাদ চিত্র

ব্লগার অ্যালেক্স ট্যান কে, বৃহস্পতিবার ‘স্টেটস টাইমস রিভিউ’ নামে একটি ব্লগের ফেসবুক পেজে একটি পোস্ট সংশোধন করার নির্দেশ দেওয়া হয়, যাতে তিনি নির্বাচনের কারচুপির বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছিলেন।

অ্যালেক্স, সিঙ্গাপুরের বাসিন্দা নন। তিনি একজন অস্ট্রেলিয় নাগরিক। তাঁর পরবর্তী পোস্টে তিনি জানান যে তিনি এশীয় নগর-রাজ্যের অনুরোধ মেনে চলবেন না।

আরও পড়ুনঃ ভারি বর্ষণ তামিলনাড়ুতে, বন্ধ স্কুল-কলেজ

শুক্রবার, সিঙ্গাপুরের আইন পরিচালনাকারী অফিস, ‘প্রোটেকশন ফ্রম ফ্যালসহডস অ্যান্ড ম্যানিপুলেশন অ্যাক্ট’ (পিওএফএমএ) থেকে জানানো হয়েছে, তারা ট্যান কে আইনি মতে ফেসবুকে পোস্টটি সংশোধন করার নির্দেশ জানিয়েছিল এবং ট্যানের বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে।

ফেসবুক রাতারাতি এই সরকারি অনুরোধের সাড়া দেয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ট্যানের পোস্টটি অপরিবর্তিত থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here