অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন শিক্ষককে সংবর্ধনা

0
146

সালমা বেগম,বহরমপুর:

আজ বহরমপুরের পঞ্চাননতলা প্রফেসর অ্যাভিনিউতে AIITA মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষার ময়দানে বিশেষ অবদানের জন্য তিন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয়। প্রথম জন হলেন জনাব মাসুদ আলাম, প্রধান শিক্ষক-নবাব বাহাদুর ইনস্টিটিউট, দ্বিতীয় জন জনাব রিজওয়ানুল মন্ডল, অধ্যাপক – শিলিগুড়ি কলেজ ও তৃতীয় জন হলেন জনাব জানে আলম, প্রধান শিক্ষক-নুরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসা। শিক্ষার ক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের জন্য তাদেরকে  মানপত্র দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁরা তাঁদের জীবনের সংগ্রামের মাধ্যমে এগিয়ে আসার লোমহর্ষক মূহুর্তগুলি তুলে ধরেন । তাঁরা সকলেই অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের লক্ষ উদ্দেশ্যের সাথে সাথে একমত পোষণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত AIITA-র রাজ্য সভাপতি মাহবুল হক বলেন – জ্ঞানের জগতে নেতৃত্ব দানকারী জাতিই অন্য সমস্ত ক্ষেত্রেও নেতৃত্ব অর্জন করে। যে মানসিকতাসম্পন্ন জাতি এই স্থান দখল করবে সর্বস্তরের মানুষের উপর তার প্রতিফলন ঘটবে। বর্তমান বিশ্বে এই স্থানটি দখল করেছে বস্তুবাদী ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন গোষ্ঠী, আর তারই পরিণতি বর্তমান বিশ্ব পরিস্থিতি। আজ মানব সমাজকে এ থেকে মুক্তি দিতে আগামী প্রজন্মকে সৎ ও সুস্থ চিন্তার অধিকারী করে গড়ে তুলতে হবে। এই কাজ করতে শিক্ষক সমাজই সক্ষম। সকল শিক্ষককূলকে এব্যাপারে ইতিবাচক হতে হবে। অন্যথা পরিস্থিতি আরও খারাপ হবে। বসবাসের উপযোগী থাকবে না এই সমাজ । এই সম্বর্ধনার মাধ্যমে আমাদের আরও বেশি প্রত্যাশা ব্যক্ত করলাম তাঁদের নিকট। সমগ্র শিক্ষক সমাজের কাছেই আমাদের এই প্রত্যাশা।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি আশরাফুল ইসলাম নেতৃত্ব ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন  শামসুল আলম, এ. আই. মামুন হায়দার, জেলা সভাপতি মুফিজুর রহমান প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here