সোনাগাছিতে মোদী- শাহ, আসল সত্য ফাঁস করল অল্ট নিউজের ফ্যাক্ট চেক

0
406

নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ

বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনাগাছিতে, এমন দুটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছবিতে বলা হয়েছিল তাঁরা সোনাগাছিতে প্রচারে গিয়েছেন। এশিয়ার বৃহত্তম পতিতাপল্লী এই সোনাগাছি।

edit photo | newsfront.co
এই সেই বিকৃত ছবি

সবথেকে বেশি শেয়ার হয় অমিত শাহর ছবিটি, যাতে দেখা যায় দেওয়ালে একটি পোস্টার লাগানো আর পোস্টারে লেখা, ‘সবিতা রানী, সোনাগাছি’।এত পরিমাণে শেয়ার হতে থাকে ছবিগুলি শেষে অমিত শাহ নিজে টুইট করে জানান যে, ছবিগুলি বিকৃত করে বানানো হয়েছে।

sonagachi | newsfront.co
সোনাগাছির আসল ছবি। চিত্র সৌজন্যে: অল্ট নিউজ

আসল ছবি নিজের টুইটে পোস্ট করে তিনি লেখেন যে ভবানিপুরে তিনি যখন প্রচারে যান সেটি তখন তোলা এবং দেওয়ালে এমন কিছু লেখাও নেই।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মোদিকে ক্লিন চিট , জাকিয়া জাফরী মামলার শুনানি ফের মুলতুবি করল সুপ্রীম কোর্ট

টুইটারে নকল ছবি যেমন রিটুইটও হয়েছে পাশাপাশি বহু মানুষ লিখেওছেন যে এটি নকল ছবি।অবশেষে ফ্যাক্ট চেকে জানা যায় যে ছবিগুলি বিকৃত করে বানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here