নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ
বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনাগাছিতে, এমন দুটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছবিতে বলা হয়েছিল তাঁরা সোনাগাছিতে প্রচারে গিয়েছেন। এশিয়ার বৃহত্তম পতিতাপল্লী এই সোনাগাছি।
সবথেকে বেশি শেয়ার হয় অমিত শাহর ছবিটি, যাতে দেখা যায় দেওয়ালে একটি পোস্টার লাগানো আর পোস্টারে লেখা, ‘সবিতা রানী, সোনাগাছি’।এত পরিমাণে শেয়ার হতে থাকে ছবিগুলি শেষে অমিত শাহ নিজে টুইট করে জানান যে, ছবিগুলি বিকৃত করে বানানো হয়েছে।
बहारों फूल बरसाओ हम सोनागाछी में पधारे हैं..!😂😂😂😂 pic.twitter.com/ofRdur9Mdq
— 𝐀𝐧𝐣𝐚𝐥𝐢 𝐒𝐢𝐧𝐠𝐡 𝐑𝐚𝐣𝐩𝐮𝐭 (@AnjaliSingh_INC) April 11, 2021
আসল ছবি নিজের টুইটে পোস্ট করে তিনি লেখেন যে ভবানিপুরে তিনি যখন প্রচারে যান সেটি তখন তোলা এবং দেওয়ালে এমন কিছু লেখাও নেই।
Few more from Bhabanipur’s door to door campaign. #BJP200PlusInBengal pic.twitter.com/wuuKmeaZyz
— Amit Shah (@AmitShah) April 9, 2021
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মোদিকে ক্লিন চিট , জাকিয়া জাফরী মামলার শুনানি ফের মুলতুবি করল সুপ্রীম কোর্ট
টুইটারে নকল ছবি যেমন রিটুইটও হয়েছে পাশাপাশি বহু মানুষ লিখেওছেন যে এটি নকল ছবি।অবশেষে ফ্যাক্ট চেকে জানা যায় যে ছবিগুলি বিকৃত করে বানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584