সুদীপ পাল,বর্ধমানঃ
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৯ জুন বর্ধমানের বুদবুদের কোটা গ্রামের একটি বেসরকারি স্পিরিট তৈরির কারখানার শ্রমিকের মৃত্যু হয়।আনন্দ ধীবর নামে ঐ শ্রমিকের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন তাঁর পূর্বতন সহকর্মীরা।কারখানার প্রায় চারশো শ্রমিক নিজেদের একদিনের মজুরির টাকা জড়ো করে প্রায় এক লক্ষ টাকা তুলে দিলেন মৃত আনন্দ ধীবরের স্ত্রীর হাতে।
তাঁর সহকর্মীরা বলেন, “তিনি মানুষ হিসেবে খুব ভাল ছিলেন এবং বিপদে সবার পাশে দাঁড়াতেন। আজ তিনি নেই কিন্তু তাঁর পরিবারকে এইটুকু সাহায্য করতে পেরে নিজেদেরকে গর্বিত অনুভব করছি।”আনন্দবাবুর মৃত্যুর পর তাঁর পরিবার ভীষণ আর্থিক অনটনের মধ্যে দিয়ে কাটাচ্ছিল এইটুক সাহায্য সেই কষ্ট কিছুটা লাঘব হবে বলে মত কারখানার শ্রমিকদের।এই পরিবারের যদি একজনকে চাকরি দেওয়া যায় সে জন্য কারখানার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলেও জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584