মেদিনীপুরে সম্প্রীতির মিলন মেলা

0
176

সুদীপ কুমার খাঁড়া,মেদিনীপুর:

মহরম উপলক্ষ্য সাত দিনের “পবিত্র মহরম সম্প্রীতির মিলন মেলা” অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর সদর ব্লকের রামনগর-নতুনবাজারের মেলা প্রাঙ্গনে। আয়োজক দশ গ্রাম মিলন মেলা কমিটি

মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

সোমবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী, এগারো গ্রাম মুসলিম সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সব্যসাচী মন্ডল, সম্পাদক সেখ সেলিমুদ্দিন, সদর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণি ইসমাইল মল্লিক, পাঁচখুরী ৬/২ এর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আব্দুল সাদেক, উপ প্রধান আকবর খাঁন, বিশিষ্ট সমাজসেবী সেখ ইমামুদ্দিন , হাসিবুল খাঁন সহ বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ। ১৯৮২ সাল থেকে টানা ছত্রিশ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এখানকার সামাজিক সংগঠনের উদ্যোগে ।

মেলা উপলক্ষ্য আলোকসজ্জা।

পাশাপাশি অবস্থিত রামনগর, রাজারবাগান, বিশ্রীপাট, ছেড়ুয়া, বেনেডিহি, রানীপাটনা, গোপালপুর, উত্তর সিমলা,বালিহাটী, বাড়মুনিবগড় এই দশটি গ্রামের সামাজিক সংগঠনের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে । মেলায় প্রতিদিন হাজার,হাজার মানুষ ভীড় জমাচ্ছেন। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ।

মঙ্গলবার মেলার সাংস্কৃতিক মঞ্চে মেদিনীপুর কুইজ কেন্দ্র দ্বারা উপস্থাপিত জমজমাট অডিও ভিসুয়্যাল কুইজ সকলের মন জয় করে নেয়।

কুইজে সফলদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন দাদাগিরির কোশ্চেন রিসার্চ টিমের অন্যতম সদস্য ধীমান চক্রবর্তী।

অতিথি শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন স্থানীয় শিল্পী ও ছাত্রছাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here