জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
রূপশ্রী প্রকল্পে আবেদনকারীদের বাড়িতে সরজমিনে তদন্তে গিয়ে হতবাক মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর। শনিবার এড়োয়ালী, সাদল ও পদমকান্দি তিন পঞ্চায়েত এলাকার ১০ জুলাই মোট পাঁচজনের বিয়ে রয়েছে এই মর্মে রূপশ্রী প্রকল্পের আবেদন জানায় ব্লক অফিসে।
রূপশ্রী প্রকল্পের সরকারি সুবিধা বেনিফিসারীদের পাইয়ে দিয়ে শনিবার ছুটির দিন আবেদনকারীদের বাড়িতে হাজির হন বিডিও। তবে আবেদন কারী ওই পাঁচটি বাড়িতে গিয়ে চক্ষু চড়ক গাছ! কোন বিয়ের অনুষ্ঠানই নেই বলে জানিয়ে দেয় তাদের পরিবারের লোকজন। একই দিনে পাঁচ পাঁচটি মিথ্যা আবেদনে বেজায় চটেছেন বিডিও বাপি ধর। আবেদনকারীদের শোকজ করে তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথা আইনানুগ ব্যাবস্থা গ্রহণের হুশিয়ারিও দিয়েছেন বিডিও।
উল্লেখ্য, কিছুদিন আগে রুপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল সাগরদীঘির কড়াইয়া গ্রামে। ঐ গ্রামের রেখা কর্মকার নাম এক মহিলার ব্যাঙ্কের খাতায় ৭০০ টাকা ছিল সেই টাকার মধ্যে ৫০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। তাঁর ব্যাঙ্কের খাতায় ২৫ হাজার টাকা অতিরিক্ত জমা হয়ে আছে।
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় গুলিতে নতুন করে জ্যোতিষ শাস্ত্রের পঠন পাঠন বন্ধ হোক, দাবি বিজ্ঞান মঞ্চের
খোঁজ নিয়ে ঐ মহিলা জানতে পারেন তার গ্রামেরই দুই ব্যক্তি তাকে ভুল বুঝিয়ে তার আধার কার্ড এবং ব্যাঙ্কের পাশ বই-এর জেরক্স কপি নেয় এবং তাকে বলে কর্মকার স্কীমে ৫ হাজার টাকা অনুদান পাবে। এই অনুদান পাবার জন্য সে তার কাগজপত্র দেন। তারপর থেকেই মুর্শিদাবাদ জুড়ে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। আরও একবার ধরা পড়ল রূপশ্রীর ভুঁয়ো আবেদন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584